সবচেয়ে ফাস্ট মোবাইল browser
আমরা অনেকেই সস্লো ইন্টারনেটের কারণে browsing করার সময় বিরক্ত বোধ করি । এছাড়াও প্যাকেট ডাটা কিনে browse করতে গেলে ডাটা saver খুব জরুরী হয়ে পড়ে ,সেই ক্ষেত্রে অপেরা ,uc ভালো সলিউশন হলেও ,browsing স্পীড বেশ কম ।
techprokash এডিটরদের মতে ,puffin browser অন্যদের পিছনে ফেলেছ যোজন যোজন ,puffin এর browsing স্পীড অপেরা থকে প্রায় 5 গুণ ,uc থেকে প্রায় 3 গুণ ফাস্ট ,আর ডাটা সভিং feature তো রয়েছেই ,যা দিয়ে 90 ভাগ পর্যন্ত data সাশ্রয় হবে ।
puffin এর নিজস্ব ক্লাউড সার্ভার থাকায় এটি অন্যদের তুলনায় অনেক ফাস্ট ।
এক নজরে ভালো দিক গুলো :
1 - সুপার ফাস্ট ,0.5 - 2 সেকন্ড এ যে কোন পেজ লোড করে ,এমনকি স্লো নেট কানেকশেন থাকলেও
2 - 90 % পর্যন্ত data সভিং ( সেটিংস অনুযায়ী )
3 - data খরচ ছাড়াই drive এ file ডাউনলোড করা যায় ।
4 - পপ আপ সহ বেশীরভাগ add ব্লক করে
5 - ক্লাউড সার্ভার ইউজ করায় ,নিমিষেই পেজ লোড করে ।
অসুবিধা সমূহ :
1 - ডাউনলোড pause করার অপ্শন নেই ,তাই ফেল হলে আবার ডাউনলোড শুরু থেকে করতে হবে 2- নেট ওয়ার্ক stable না হলে কানেক্ট হয় না ।
ফ্রী ভার্সন প্লে স্টোর থেকে নিতে পারেন তবে ফ্রী ভার্সন এ শুধু পপ আপ অ্যাড ব্লক হবে ,প্রো ভার্সন এর অ্যাড ব্লক যথেষ্ট কার্যকরি ।
প্রো ভার্সন Download
-সজীব
#fastest Android Browser
#data saving Browser
#top mobile browser
techprokash এডিটরদের মতে ,puffin browser অন্যদের পিছনে ফেলেছ যোজন যোজন ,puffin এর browsing স্পীড অপেরা থকে প্রায় 5 গুণ ,uc থেকে প্রায় 3 গুণ ফাস্ট ,আর ডাটা সভিং feature তো রয়েছেই ,যা দিয়ে 90 ভাগ পর্যন্ত data সাশ্রয় হবে ।
puffin এর নিজস্ব ক্লাউড সার্ভার থাকায় এটি অন্যদের তুলনায় অনেক ফাস্ট ।
এক নজরে ভালো দিক গুলো :
1 - সুপার ফাস্ট ,0.5 - 2 সেকন্ড এ যে কোন পেজ লোড করে ,এমনকি স্লো নেট কানেকশেন থাকলেও
2 - 90 % পর্যন্ত data সভিং ( সেটিংস অনুযায়ী )
3 - data খরচ ছাড়াই drive এ file ডাউনলোড করা যায় ।
4 - পপ আপ সহ বেশীরভাগ add ব্লক করে
5 - ক্লাউড সার্ভার ইউজ করায় ,নিমিষেই পেজ লোড করে ।
অসুবিধা সমূহ :
1 - ডাউনলোড pause করার অপ্শন নেই ,তাই ফেল হলে আবার ডাউনলোড শুরু থেকে করতে হবে 2- নেট ওয়ার্ক stable না হলে কানেক্ট হয় না ।
ফ্রী ভার্সন প্লে স্টোর থেকে নিতে পারেন তবে ফ্রী ভার্সন এ শুধু পপ আপ অ্যাড ব্লক হবে ,প্রো ভার্সন এর অ্যাড ব্লক যথেষ্ট কার্যকরি ।
প্রো ভার্সন Download
-সজীব
#fastest Android Browser
#data saving Browser
#top mobile browser