- প্রযুক্তির কথা বলে

January 23, 2015

আপনার এন্ড্রয়েড স্মার্টফোনের জন্য ছোট্টকয়েটি টিপস ।মিস করবেন না!!!

টিপস ১:**কখনও আপনার এন্ড্রয়েড স্মার্টফোন সারারাত চার্জ এ দিয়ে রাখবেন না।অনেক এন্ড্রয়েড ইউজারাই এন্ড্রয়েড ফোন সারারাত চার্জে দিয়ে রাখে।
এতে করে আপনার এন্ড্রয়েড ফোনের ব্যাটারি মারাত্মকভাবে খতিগ্রস্ত হয়।এন্ড্রয়েড ফোন সাধারণত ব্যাটারি ফুল চার্জ হওয়ার পর আর ব্যাটারি চার্জ করতে দেয় না।কিন্তু আপনি যদি আপনার
socket থেকে ফোনের চার্জার না খুলেন তাহলে এন্ড্রয়েড ফোনের মধ্যে একটা সামান্য পরিমান বিদ্যুৎ আপানার ব্যাটারি তে থাকে যা আপনার এন্ড্রয়েড ফোন ও এন্ড্রয়েড ফোনের ব্যাটারি এর মারাত্মক ক্ষতি করে।

টিপস ২:আপনার এন্ড্রয়েড ফোন কি চার্জে দেয়ার পর গরম হয়। গরম হলে আপনার এন্ড্রয়েড ফোন চার্জ
দেয়া থেকে বিরত থাকুন।কারন অধিক গরম হলে আপনার এন্ড্রয়েড ফোন ঠিক ভাবে চার্জ হচ্ছে না। যা আপনারএন্ড্রয়েড ফোনের ব্যাটারি কিংবা চার্জার এর
সমস্যা।আপনি যদি চার্জ দিতে থাকেন তাহলে আপনার
ফোনের ক্যামেরা এর lens সহ এন্ড্রয়েড ফোনের
display ক্ষতিগ্রস্ত হবে।আপনি দেখতে পারেন আপনারএন্ড্রয়েড ফোন অধিক ধরে চার্জে গরম হওয়ার
কারনে আপনার ফোনের camera কিছু টা ঝাপসা ছবি উঠে।

টিপস ৩:আপনার এন্ড্রয়েড ফোন যদি Dual sim হয়।
তাহলে আপনি Dual sim ব্যবহার থেকে বিরত থাকুন।কারন Dual sim আপনার ফোনের ৫০% ব্যাটারি use আপনার network frequency ঠিক রাখার জন্য।

টিপস ৪:আপনার এন্ড্রয়েড ফোনের চার্জার ২অ্যাম্পেয়ার ব্যবহার করুন।এতে করে আপনার এন্ড্রয়েড ফোন তারাতারি চার্জ হবে আর অধিক গরম হবে না।

টিপস ৫:কখনও আপনার এন্ড্রয়েড ফোনের Display
Brightness অধিক মাত্রায় ব্যবহার করবেন না।এতে আপনার ফোনের ব্যাটারি অধিক ব্যাবহার হয়।

টিপস ৬:আপনার এন্ড্রয়েড ফোনের ব্যাটারির চার্জ সবসময় ৮০% কিংবা ৯০% রাখুন এতে করে আপনার ফোনের ব্যাটারি অনেক ভাল থাকবে।

টিপস ৬: 

Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ