- প্রযুক্তির কথা বলে

January 23, 2015

আপনার অ্যান্ড্রয়েড ফোন রুট করার কয়েকটা সহজ পধতি

পৃথিবীর সবচেয়ে সহজ উপায়ে রুট করুন আপনার android phone
এখানে সেই সকল রুট নিয়েই আমরা কথা বলেছি যেই সকল রুট পদ্ধতি একেবারেই কার্যকর।


  1. প্রথম পদ্ধতি বা eroot প্রসেসঃ
অবশ্যই আগে এন্টিভাইরাস ডিসেবল করে নিবেন। তাইলে eroot ফাইলটাকে ডিলিট করে দিতে পারে। তবে ভয়ের কিছু নেই। এটা ভাইরাস ফাইল না।
প্রথমে আপনার মোবাইলটি usb cable দিয়ে পিসিতে কানেক্ট করুন। এবার usb dabugging অন করে দিন।
usb dabugging অন করার জন্য প্রথমে আপনার মোবাইলের সেটিং setting>About Phone>এবার build number এ কমপক্ষে ১০ বার ক্লিক করুন। আবারো Setting >Developer Option>USB Dabugging এ মার্ক করুন।
এবার adbdriver install দিন। install দেয়ার সময় install anyway দিয়ে ইন্সটল দিবেন।
এরপর আপনার eroot open করুন। পিসিতে আগে থেকে antivirus কিছুক্ষনের জন্য disable করে দেয়া ভালো। কারন কিছু কিছু antivirus eroot কে ভাইরাস হিসেভে চিহ্নিত করে।
eroot ওপেন হলে Root এ ক্লিক করুন। কয়েক সেকেন্ড কপেক্ষা করুন। দেখবেন আপনার ফোন রুট হয়ে গেছে।

  2. দ্বিতীয় পদ্দতি vroot প্রসেস:-
ওয়ালটনসহ promo h3 সহ বেশ কিছু ফোনে eroot কাজ করবে না। সেই ক্ষেত্রে আপনাকে vroot ব্যবহার করতে হবে।। রুট করার আগের eroot এর মত । আগে usb dabugging অন করে adb driver install দিতে হবে। তারপর vroot install দিয়ে ফোন রুট করতে হবে।
এবার আসি যে সকল এ্যাপলিকেশন বা পিসির সাহায্য ছারাই রুট করা সম্ভব হয়েছে।আর প্রয়োজনীয় অ্যাপলিকেশনগুলো গুগল সার্চ বা বিভিন্ন মার্কেট যেমনঃ play store/1mobile/mobogonia/mobo market/yandex market যেকোন একটি থেকে সংগ্রহ করে নিতে পারেন।

  3. তৃতীয় পদ্ধতি এবং এটি শুধু স্যামসাং ডিভাইসে রুটঃ
সামসাং ডিভাইসগুলোর ক্ষেত্রে উপরের একটা পদ্ধতিও কাজ করবে না। কারন সামসাং এর রুট প্রসেস ভিন্ন। সামসাং ডিভাইসগুলোর জন্য একটা আপডেট জিপ ফাইল পাওয়া যায়। প্রথমে আপনাকে জিপ ফাইলটি গুগল থেকে ডাউনলোড দিতে হবে। আপনার ফোনের জন্য ওই আপডেট ফাইলটি পাওয়ার জন্য গুগলে এভাবে সার্চ দিন।" root samsug galaxy 5362" . এখানে আপনার ফোনের মডেলটি দিন। দেখবেন ওই মডেলের ফোনের রুট করার জন্য অনেক ইংরেজি পোস্টের লিঙ্ক চলে এসেছে। সেখানের যেকোন একটি পোস্টে ঢুকে আপনার সেটের সেই আপডেট ফাইলটি সংগ্রহ করুন।
এবার সেই জিপ ফাইলটি আপনার এসডি কার্ডের বাহিরে রাখতে হবে।
এবার আপনার ফোনটি অফ করুন এবং ভলিওম আপ+হোম বাটম+পাওয়ার বাটন চেপে ধরুন। কিছুক্ষনের মধ্যেই আপনার ফোনের রিকভার মুড আসবে। সেখানে নিচের দিকে install zip from sd card লেখা আছে। এবার আপনার জিপ ফাইলটি দেখিয়ে দিন। এবং yes করুন। এবার go back করুন এবং reboot now করুন। আপনার এ্যাপলিকেশনগুলো চেক করে দেখুন।একটি অ্যাপলিকেশন superuser নামে এ্যাড হয়ে গেছে। আপনার ফোনটি সফলভাবে রুট হয়েছে।

4. চতুর্থ পদ্ধতিঃ
আপনি চাইলে framaroot.apk দিয়ে সবচেয়ে সহজ উপায়ে আপনার ফোন রুট করতে পারেন। বেশিভাগ Android ফোনে এই পদ্ধতিতে রুট করা সম্ভব।
প্রথমে framaroot ডাউনলোড দিন।
framaroot ওপেন করলেই SuperSU নামে একটা অপশন দেখতে পাবেন। সেটি সিলেক্ট করে boomir এ ক্লিক করুন। কিছুক্ষন অপেক্ষা করুন। আপনার ফোনে superuser install হলে ফোন রিবট করুন। দেখবেন ফোণ রুট হয়ে গেছে। একইভাবে ফোন আনরুট করতে framaroot ওপেন করে unroot select করুন এবং boomir এ ক্লিক করুন। দেখবেন আপনার ফোণ আনরুট হয়ে গেছে।

 5. পঞ্চম পদ্ধতিঃ
root master.apk দিয়ে ওয়াল্টন প্রিমোর অনেক ব্রান্ডের ফোন সহ অনেক চাইনিস ব্রান্ডের ফোনকেই রুট করা সম্ভব হয়েছে।

 6.ষষ্ঠ পদ্ধতিঃ
আশার কথা হল কিটক্যাটসহ বেশ কিছু ডিভাইসকে kingroot.apk দিয়ে রুট করা সম্ভব হয়েছে। তাই চাইলে আপনি kingroot দিয়ে অনায়সে আপনার ফোনটাকে রুট করতে পাবেন
writer:A.S tanvir

Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ