Titanium Backup দেওয়ার নিয়ম
written by-A.S.Tanvir
কার্যপ্রনালী
কার্যপ্রনালী
1. অ্যাপ টি ইন্সটল করে ওপেন করুন
2. রুট পারমিশন গ্রান্ট করুন
3.তারপর দুইটা পেজ আসবে ওকে করুন
4. Backup/Restore ট্যাব এ ক্লক করুন
5. একটা ব্যাকঅ্যাপ নেয়ার পেজ আসবে। Dissmiss করুন
6. উপরে সার্চ বাটনের ডানে টিক চিন্হের মত Batch বাটনে ট্যাপ করুন।
7. এবার Backup সেকশন থেকে Backup all user app এ ক্লিক করুন।
বিঃদ্রঃ ব্যাকআপ করা শুরু হবে। মেমরি কার্ডে অবশ্যই ১ জিবি জায়গা ফাকা রাখুন। কারন আপনার সকল অ্যাপ ডাটা সহ ব্যাকআপ হবে জায়গা তো লাগবেই।
ব্যাকআপ শেষ হলে স্ট্যাটাস বার এ নোটিফিকেশন পাবেন।
যেভাবে Backup টা Restore করবেনঃ
1. আবার সেই আগের মত Batch অপশন এ যান।
2. তারপর Restore সেকশন এ দেখুন “Restore Missing App With Data” নামে অপশন আছে। সিলেক্ট করুন।
3. টিক চিন্হে ট্যাপ করলেই রিস্টোর শুরু হয়ে যাবে।
4. শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
5. Restore শেষ হলে ফোন Reboot/Restore করুন