- প্রযুক্তির কথা বলে

January 29, 2015

এবার বাজার কাঁপাতে আসছে HTC হিমা। না দেখলে মিস!!!

Posted by: সব চরিত্র কাল্পনিক (সৌভিক).....>>>

HTC দেশের বাজারে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনতে চলেছে ৷ তাদের নতুন ফ্ল্যাগশিপ এই মডেলটির নাম HTC হিমা ৷ তাদের নতুন এই মডেলটি চলতি বছরের মার্চ মাসে বাজারে আনতে চলেছে বলে জানা গেছে ৷ HTC-র নতুন এই মডেলটি অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ ভার্সানের ৷এছাড়া আছে octa-core Snapdragon 810 SoC প্রসেসর ও 3GB of RAM ৷ HTC তাদের নতুন এই মডেলটির ক্যামেরাতে আমূল পরিবর্তন এনেছে ৷



 নতুন
হিমা মডেলে থাকছে ২০.৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সেলফির জন্য থাকছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ৷তুন এই মডেলে এছাড়া থাকছে 2840mAh
ব্যাটারি ৷ তবে নতুন এই ফোনটির দাম কত হবে তা HTC-র তরফে জানান হয়নি ৷ নতুন এই ফোনটি বার্সালোনাতে MWC-2015 তে দেখানো হবে ৷

Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ