- প্রযুক্তির কথা বলে

January 29, 2015

কেন আপনি আপনার আন্ড্রয়েড ডিভাইসটি রুট করবেন ?

আপনি তখনি রুট করার চিন্তা করবেন যখন আপনার মোবাইলে সব ধরনেরসুযোগ ব্যবহার করতে পারছেন না ,আপনার মোবাইল আপনাকে কোন সীমারমধ্যে বেধে রেখেছে । যারা একদমই নতুন এই বিষয় ভালভাবে কিছু
জানেননা তারা তাদের মোবাইল রুট করার চিন্তা কিছুদিন পর করার সিদ্ধান্ত নিবেন।তার কারন আপনি আগে ভাল করে বুঝে নিন কেন আপনি রুট
করবেন ,এবং রুট করার পর আসলেই আপনার উপকার হবে কি না । অনেকে না বুঝে রুট করে অনেক সমস্যায়
পড়তে হয়েছে । তাই আমি তাদেরউদ্দেশ্যে বলছি সাবধানতার মাধ্যমে আপনি আপনার মোবাইল রুট
করুন ।আমরা আসলে অনেক কারনে আন্ড্রয়েড মোবাইল রুট করে থাকি । বর্তমানে কিছু কিছু অ্যাপ্লিকেশান এখন বের হয়েছে যা ব্যবহার করতে রুটপারমিটের প্রয়োজন হয়ে পড়ে । কেউ কেউ ওভারক্লকিং করারমাধ্যমে মোবাইলের স্পীড বাড়ানোর জন্য রুট করে থাকেনকেউডেভেলপারদের তৈরি ভিন্ন
ভিন্ন সাধের কাস্টম রম ব্যবহার করার জন্য ,কেউ গেম খেলার জন্য । আরও অনেককারন আছে যেই
কারনে রুটকরা হয়ে থাকে । এই কারন গুলো থেকে থাকলে রুট করা আমি মনে করি ভাল ।কিন্তু অকারন
অবশত রুট করে বিপদে পড়ার কোন প্রয়োজনআছে বলে আমি মনে করছি না ।।

 posted by: সব চরিত্র কাল্পনিক (সৌভিক)
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ