- প্রযুক্তির কথা বলে

January 25, 2015

কিভাবে কিটক্যাটে Move to SD Card অপশান নিয়ে আসবেন

বর্তমানে অধিকাংশ এন্ড্রয়েড স্মারটফোন ব্যবহার কারীরাই জেলিবিন ছেড়ে কিটক্যাট আর ললিপপের দিকে ঝুকে পরেছেন।কিন্তু আপনারা একটা বিষয় কি লক্ষ্য করেছেন? বিষয়টি ছোটো হলেও খুব মুল্যবান। বিশেষ করে কিটকাট ভার্সনে একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যাবহারকারীরা।আপনারা জেলিবিন ভার্সনে প্রতিটি অ্যাপ এর সেটিংসের অধীনে “Move to SD card” অপশনটি দেখেছেন নিশ্চয়।কিন্তু কিটকাট আপডেটের সাথে সাথে আপনার ঐ সুবিধাটি থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবহারকারীরা
হ্যালো!আমি তানভীর।শুরু করছি আপনাদের সমস্যার সমাধান পর্ব।

প্লে-স্টোরে ইতিমধ্যে বেশকিছু অ্যাপ আছে যা দিয়ে আপনি এই কাজ করতে পারেন। তারমধ্যে উল্লেখ যোগ্য দুটি অ্যাপ হলো –
১.KitKat Writable MicroSD
২.SD KitKat Fixer
এই অ্যাপ গুলি দিয়ে আপনি সহজে কার্ডে এক্সেস পুনঃর-বহাল করতে পারেন। যদি কোন কারনে ব্যর্থ হন তাহলে ম্যানুয়ালি তা করেতে পারেন। সে জন্যে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১। প্লে-স্টোর থেকে Root Explorer অথবা Root Browser ফাইল ম্যানেজার ডাউনলোড করে ডিভাইসে ইন্সটল করুন
২। এখন ফোনে BusyBox ইন্সটল করুন। ইন্সটল হলে অ্যাপটি ওপেন করে BusyBox script ইন্সটল করুন
৩। ডাউনলোড করা ফাইল ম্যানেজারটি ওপেন করে সুপারইউজার পারমিশন বা রুট এক্সেস দিন
৪। এখন ফাইল ম্যানেজার ব্যাবহার করে “/system/etc/permissions/platform.xml” লোকেশনে গিয়ে “platform.xml” ফাইলটির উপরে দীর্ঘ সময় চাপ দিয়ে ধরে রেখে Edit অপশনটি নির্বাচন করুন
৫। এখন ফাইলটি থেকে নিচের লাইনটি খুঁজে বের করুন
name="android.permission.WRITE_EXTERNAL_STORAGE"
৬। নিচের কোডটি ঠিক <group gid=”sdcard_rw”/> লাইনটির পরে/নিচে লিখুন
<group gid="media_rw"/>
যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের গ্রুপ এ যোগাযোগ করুন- এন্ড্রয়েড হেল্পলাইন

৭। এবার ফাইলটি সেইভ করে বেরিয়ে আসুন
৮। আপনার ডিভাইসটি একবার রিবুট করে নিন। কাজ শেষ!
বুট সম্পূর্ণ হলে আপনার ডিভাইস external SD card এ third-party app দ্বারা write access সুবিধা পাবে। এর ফলে আপনি আগের থেকে অনেক বেশী অ্যাপ ডিভাইসে ইন্সটল ও ব্যাবহার করতে পারবেন।

Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ