যেকোন মিডিয়াটেক ডিভাইসে এইবার সহজে CWM recovery ইন্সটল করুন
অনেকেই হয় "CWM রিকভারি" ওয়ার্ডটার সাথে পরিচিত। বাংলাদেশে বেশিরভাগ মানুষ ই ওয়াল্টন বা সিম্ফোনি ইউজ করে থাকে । এগুলো ইন্টারন্যাশনাল ব্রান্ড না হওয়ায় ডেভেলপার কম ফলে সহজে CWM recovery পাওয়া যায় না । কিছু কিছু সেটের একেবারেই পাওয়া যায় না । সেক্ষেত্রে অন্যের উপির নির্ভরশীল না হয়ে নিজেই তৈরি করে নেন CWM recovery ।
(বি.দ্র ঃ নিজ দায়িত্বে সব কিছু করবেন । ফোনের কোন ক্ষতি হলে আমি দায়ি থাকবো না)
যা যা প্রয়োজন ঃ
১/ এই পদ্ধতির জন্য অবশ্যই পিসি প্রয়োজন
২/ প্রথমেই যা প্রয়োজন তা হল একটা মিডিয়াটেক চিপসেট ওয়ালা Android ডিভাইস । ডিভাইস অবশ্যই মিডিয়াটেক (MTK) বেসড হতে হবে অন্যথায় এই পদ্ধতি কাজ করবে না । এবং সেট অবশ্যই রুটেড হতে হবে ।
৩/ পিসিতে MTK65xx drivers আর ADB drivers istalled থাকতে হবে ( MTK 65xx drivers - Download
ADB drivers -Download )
৪/ পিসিতে MTKdroid tools নামের এই সফটয়ারটি ইন্সটল করতে হবে ( এই link থেকে পাবেন)
প্রথমেই MTk droid tools install করে নিতে হবে তারপর পিসির সাথে android ফোনটি কানেক্ট করতে হবে । এবং ফোনে USB debugging mode enable করতে হবে ( settings-developer option-usb debugging এখান থেকে তা করতে পারবেন) । এরপর MTK droidtools ওপেন করতে হবে । কিছুক্ষন অপেক্ষা করেন । MTK droidtools যখন আপনার ডিভাইস কে ডিটেক্ট করবে তখন নিচের ছবির মত দেখেন হলুদ লাইট জ্বলে তাহলে বুঝতে হবে আপনার রুট শেল নেই ।
(বি.দ্র ঃ নিজ দায়িত্বে সব কিছু করবেন । ফোনের কোন ক্ষতি হলে আমি দায়ি থাকবো না)
যা যা প্রয়োজন ঃ
১/ এই পদ্ধতির জন্য অবশ্যই পিসি প্রয়োজন
২/ প্রথমেই যা প্রয়োজন তা হল একটা মিডিয়াটেক চিপসেট ওয়ালা Android ডিভাইস । ডিভাইস অবশ্যই মিডিয়াটেক (MTK) বেসড হতে হবে অন্যথায় এই পদ্ধতি কাজ করবে না । এবং সেট অবশ্যই রুটেড হতে হবে ।
৩/ পিসিতে MTK65xx drivers আর ADB drivers istalled থাকতে হবে ( MTK 65xx drivers - Download
ADB drivers -Download )
৪/ পিসিতে MTKdroid tools নামের এই সফটয়ারটি ইন্সটল করতে হবে ( এই link থেকে পাবেন)
প্রথমেই MTk droid tools install করে নিতে হবে তারপর পিসির সাথে android ফোনটি কানেক্ট করতে হবে । এবং ফোনে USB debugging mode enable করতে হবে ( settings-developer option-usb debugging এখান থেকে তা করতে পারবেন) । এরপর MTK droidtools ওপেন করতে হবে । কিছুক্ষন অপেক্ষা করেন । MTK droidtools যখন আপনার ডিভাইস কে ডিটেক্ট করবে তখন নিচের ছবির মত দেখেন হলুদ লাইট জ্বলে তাহলে বুঝতে হবে আপনার রুট শেল নেই ।
তাহলে পাশের "ROOT" বাটনে ক্লিক করেন । কিছুক্ষন অপেক্ষা করলে হলুদ ইন্ডিকেটর টি সবুজ হয়ে যাবে । আর যদি আগে থেকেই সবুজ থাকে তাহলে "ROOT" button এ ক্লিক করতে হবে না ।এবার দিত্বীয় ছবির মত "root,backup, recovery" TAb টাতে যান এবং "Backup" button এ ক্লিক করেন , তাহলে আপনার স্টক ফার্মওয়ার ব্যাকআপ হয়ে যাবে
![]() |
উক্ত চিহ্নিত স্থানে আপনার স্টক ফার্মওয়ার টী ব্যাকাপ হবে |
এখন আবার MTK droid tools এ যান এবং "Recovery and boot " অপশন টা তে ক্লিক করেন তখন একটা উইন্ডো আসবে । আপনি আপনার কম্পিউটারের যে ফোল্ডারে (ছবিতে দেওয়া আছে) স্টক ফার্মওয়ার টা ব্যাকআপ করসিলেন ওই ফোল্ডারে ঢুকুন সেখানে "Boot" নামের একটা ফাইল আছে ওইটা সিলেক্ট করে দেন। "To make CWM Recovery automatically?" পপআপ আসলে Yes
চাপুন। তাহলেই আপনার সেট এ CWM recovery install হয়ে যাবে ।
এখানে উল্লেক্ষ যে , আপনার তৈরী করা CWM recovery উক্ত ফোল্ডারের "Recovery ফোল্ডারে রয়েছে । আপনি চাইলে অন্য যেকোন একি মডেলের সেট এ ওই রিকোভারিটী ফ্ল্যাশ করতে পারেন ।
এই পদ্ধতি ছাড়াও CWM ইন্সটল করার আরো উপায় আছে । তাই কোন কারনে যদি এই পদ্ধতিতে যদি CWM ইন্সটল না করতে পারেন থলে চিন্তা করবেন না পরবর্তী পোস্টে অন্য উপায় গুলো সম্পর্কে লিখা হবে ।