এখন যেকোন পিসির গেম খেলেন Android এ
আসলে সরাসরি পিসির গেম Android এ চলে না । এই পদ্ধতিকে বলা হয় স্ট্রিমিং । অর্থাৎ গেম চলবে পিসিতে বাট আপনি সেই গেম আপনার Android ডিভাইস দিয়ে খেলতে পারবেন । নিচের ছবির মত। অনেকে হয়ত বিছানায় শুয়ে আরাম করে আপনাদের প্রিয় পিসি গেমটি আপনার ট্যাবলেট বা ফোনে খেলতে চাইবেন তাদের
জন্যই এই বিশেষ পোস্ট
জন্যই এই বিশেষ পোস্ট
যা যা লাগবে ঃ
১/ অবশ্যই পিসি লাগবে এবং বাসায় WIFI জোন বা রাউটার থাকতে হবে । আমি জানি বাংলাদেশের অধিকাংশ মানুষের বাসায় WIFI নেই । তাদের জন্য আমি দুঃখিত কিন্তু WIFI ছাড়া এই পদ্ধতি কাজ করবে না
২/ আপনার android ফোন বা ট্যাবলেট ( আপেলের Iphone বা Ipad দিয়েও হবে) এবং পিসি অবশ্যই একই wifi জোনের বা রাউটারের আন্ডারে থাকতে হবে । যেকোন রাউটার দিয়ে কাজ চলবে তবে 5GHZ ফ্রিকুয়েন্সির রাউটার থাকলে ভালো হয়
৩/ আপনার ফোনে ও পিসিতে Splashtop Gamepad THD নামের সফটওয়ার ইন্সটল করতে হবে
( For PC - Download )
( for Android - Download )
প্রথমেই পিসি তে SPlashtop streamer install করে নেন । তার পর স্প্লাশটপ ওপেন করেন এবং সেখানে আপনার ইমেইল দিয়ে একটা Account খুলে নেন ছবির মত
তারপরেই "Settings" ও "Security" Tab থেকে নিচের ছবির অনুরুপ সবকিছু সিলেক্ট করুন
এখন সেটিংস সেভ করে রেখে দিন । আপনার পিসির কাজ শেষ। এবার ফোনে উক্ত সফটওয়ার টি ইন্সটল করুন । এবার ওপেন করুন । এখন আপনার পিসি ও ফোন যদি একই wifi network এর মধ্যে থাকে তাহলে ফোনে আপনি আপনার পিসির নাম দেখতে পাবেন (নিচের ছবির মত)
এখানে ক্লিক করলেই আপনার ফোন ও পিসি কানেক্টেড হয়ে যাবে । তখন চাইলে আপনি ফোন দিয়ে পিসি কন্ট্রোল করতে পারবেন
এখন সব কিছু হয়ে গেছে আপনাকে খালি কাংক্ষিত গেম ওপেন করে খেলতে হবে । খেলার জন্য গেম ওপেন হওয়ার পর স্ক্রিনে ৩ টি আঙ্গুল দিয়ে টাচ করলে স্ক্রিনে জয়স্টিকের মত ভার্চুয়াল বাটন চলে আসবে। এজন্য ফোন মাল্টি টাচ সাপোর্টেড হতে হবে । এখন আপনি পিসির যেকোন গেম ঘরের যেকোন স্থান থেকে মোবাইল বা ট্যাবলেট দিয়ে খেলতে পারবেন ।