- প্রযুক্তির কথা বলে

February 12, 2015

এখন যেকোন পিসির গেম খেলেন Android এ

আসলে সরাসরি পিসির গেম Android এ চলে না । এই পদ্ধতিকে বলা হয় স্ট্রিমিং । অর্থাৎ গেম চলবে পিসিতে বাট আপনি সেই গেম আপনার Android ডিভাইস দিয়ে খেলতে পারবেন । নিচের ছবির মত। অনেকে হয়ত বিছানায় শুয়ে আরাম করে আপনাদের প্রিয় পিসি গেমটি আপনার ট্যাবলেট বা ফোনে খেলতে চাইবেন তাদের
জন্যই এই বিশেষ পোস্ট


যা যা লাগবে  ঃ
     

১/ অবশ্যই পিসি লাগবে এবং বাসায় WIFI জোন বা রাউটার থাকতে হবে । আমি জানি বাংলাদেশের অধিকাংশ মানুষের বাসায় WIFI নেই । তাদের জন্য আমি দুঃখিত কিন্তু WIFI ছাড়া এই পদ্ধতি কাজ করবে না
২/ আপনার android ফোন বা ট্যাবলেট ( আপেলের Iphone বা Ipad দিয়েও হবে) এবং পিসি অবশ্যই একই wifi জোনের বা রাউটারের আন্ডারে থাকতে হবে । যেকোন রাউটার দিয়ে কাজ চলবে তবে 5GHZ ফ্রিকুয়েন্সির রাউটার থাকলে ভালো হয়   

৩/ আপনার ফোনে ও পিসিতে Splashtop Gamepad THD নামের সফটওয়ার ইন্সটল করতে হবে 
( For PC - Download )
( for Android - Download )


প্রথমেই পিসি তে SPlashtop streamer install করে নেন । তার পর স্প্লাশটপ ওপেন করেন এবং সেখানে আপনার ইমেইল দিয়ে একটা Account খুলে নেন ছবির মত
 তারপরেই "Settings" ও "Security" Tab থেকে নিচের ছবির অনুরুপ সবকিছু সিলেক্ট করুন

এখন সেটিংস সেভ করে রেখে দিন । আপনার পিসির কাজ শেষ। এবার ফোনে উক্ত সফটওয়ার টি ইন্সটল করুন । এবার ওপেন করুন । এখন আপনার পিসি ও ফোন যদি একই wifi network এর মধ্যে থাকে তাহলে ফোনে আপনি আপনার পিসির নাম দেখতে পাবেন (নিচের ছবির মত) 
 এখানে ক্লিক করলেই আপনার ফোন ও পিসি কানেক্টেড হয়ে যাবে । তখন চাইলে আপনি ফোন দিয়ে পিসি কন্ট্রোল করতে পারবেন 

এখন সব কিছু হয়ে গেছে আপনাকে খালি কাংক্ষিত গেম ওপেন করে খেলতে হবে । খেলার জন্য গেম ওপেন হওয়ার পর স্ক্রিনে ৩ টি আঙ্গুল দিয়ে টাচ করলে স্ক্রিনে জয়স্টিকের মত ভার্চুয়াল বাটন চলে আসবে। এজন্য ফোন মাল্টি টাচ সাপোর্টেড হতে হবে । এখন আপনি পিসির যেকোন গেম ঘরের যেকোন স্থান থেকে মোবাইল বা ট্যাবলেট দিয়ে খেলতে পারবেন ।

Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ