- প্রযুক্তির কথা বলে

February 15, 2015

বাজারে এবার xiaomi নিয়ে এল ৪ GB Ram এর xiaomi MI note pro

বাজারে এই প্রথম ৪ জিবি র‍্যামের ফোন এল । Xiaomi ব্রান্ডের MI Note Pro  ফোনটিতেই সম্ভবত প্রথম ৪ জিবি র‍্যাম দেওয়া হয়েছে । Xiaomi উঠতি চাইনিজ কম্পানি গুলোর মধ্যে অন্যতম । একে অনেকে চায়নার Apple  ও বলে থাকে । এই বছর Xiaomi তাদের নতুন ২টি ফ্লাগশিপ রিলিজ করলো । MI Note এবং MI Note Pro । MI Note তেমন আহামরি না হলেও MI Note Pro সবার নজর কাঁড়তে সক্ষম কারন
এইটিই প্রথম Android ফোন বা ফ্যাবলেট যেটাতে ৪ জিবি র‍্যাম এবং কোয়ালকোমের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট Snapdragon 810 ব্যাবহার করা হয়েছে । এর আগেও ৪ জিবি র‍্যামের ডিভাইস গুগল এর মাধ্যমে HTC Nexus 9 বাজারে এসেছিল কিন্তু ওইটা ছিল ট্যাবলেট । আগে কখনো ৪ জিবি র‍্যাম আর স্ন্যাপড্রাগন ৮১০ চিপসেটের আসেনি । ধারনা করা হয় Sony Xperia Z4 ও HTC One M9 এ এই ধরনের স্পেসিফিকেশন থাকবে । তাই সেদিক থেকে Xiaomi ; Sony এবং HTC থেকে এগিয়ে আছে ।

এক নজরে এর ফিচার সমূহ দেখে আসা যাক  ঃ



ক্যামেরা  ঃ Xiomi MI Note Pro তে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ব্যাবহার করা হয়েছে এবং ক্যামেরা সেন্সর হিসাবে সনির Exmor-Rs সেন্সর ব্যাবহার করা হয়েছে । এতে ফিলিপস এর ডুয়াল LED ফ্লাশ এবং অপ্টিক্যাল স্ট্যাব্লাইজার আছে ফলে যেকোন দ্রুতগামী বস্তুর ছবি কোন রকম সমস্যা ছাড়াই তুলা যাবে । এর ক্যামেরা আপেচার সাইজ F/2.0 তাই লো লাইটেও মোটামুটী ভালোই ছবি তুলা সম্ভব।

প্রসেসর , জিপিইউ,র‍্যাম  ঃ আগেই বলেছি এই ফোনে Snapdragon 810 ব্যাবহার করা হয়ছে যা Galaxy Note 4 ও আইফোন ৬ এর চিপসেট থেকেও পাওয়ারফুল। এবং এটি ৬৪ বিট সাপোর্টেড । এর প্রসেসর হোল 2 Ghz Quad core Cortex a57 + 1.5 GHz quad core Cortex a53 । অর্থাৎ এটি অক্টাকোর প্রসেসর এবং একি সাথে ৮ টা কোর ই এক্টিভ থাকতে পারে ।এতে আছে Adreno 430 যা পুর্বের Adreno 330 থেকে ৮০% দ্রুতগতির । অর্থাৎ Galaxy S5,Xperia Z2,LG G3 থেকে এই ফোন অনেক বেশি পাওয়াফুল । এছাড়াও এতে ৬৪ বিট মেমরির ডুয়াল চ্যানেল LPDDR4 র‍্যাম রয়েছে যার Bus Speed 1600mhz । এর আগের সকল ফোনেই হাইএস্ট 900mhz(LPDDR3) এর র‍্যাম ব্যাবহার হত তাই বলা যেতেপারে এই ফোনেই সর্বপ্রথম LPDDR 4 র‍্যাম ব্যাবহার করা হয়েছে


স্টোরেজ  ঃ এই ফোনের ইন্টার্নাল স্টরেজ ৬৪ জিবি কিন্তু দুঃখের কথা হল এতে কোন মেমরি কার্ড স্লোট নেই ।তাই আপনাকে ৬৪ জিবি মেমরি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে । এই ফোন OTG সাপোর্টেড তাই আপনি চাইলে এক্সটার্নাল পেন্ড্রাইভ বা HDD ব্যাবহার করতে পারেন 


ডিসপ্লে  ঃ এই ফোনের ডিসপ্লে সাইজ 5.7 ইঞ্চি । এতে ২৫৬০পিক্সেল বাই ১৪৪০ পিক্সেল (2560px1440p) রেজুলিউশনের ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে । এর পিক্সেল ডেনসিটি 512 পি.পি.আই . তাই বুঝাই যাচ্ছে ডিসপ্লে অনেক সার্প । এর ডিসপ্লে ম্যাটেরিয়াল IPS LCD । Xiaomi'র আগের ফ্লাগশিপ গুলোর ডিসপ্লে অনেক ভালো তাই আশা করি এটিও সেইরকম ই হবে

দামঃ এটির দাম ইন্ডিয়ায় ৩২ হাজার টাকা রাখা হয়েছে বাংলাদেশে ৪৫-৫০ হাজার টাকায় পাওয়া যাবে।
অনেকের কাছে দাম একটু বেশি মনে হতে পারে কিন্তু বর্তমানের সবচেয়ে পাওয়ারফুল ফোনের দাম তো একটু বেশি হওয়াই স্বাভাবিক

এটি এখনো বাংলাদেশে আভেইলেবেল না । বাংলাদেশে সধারনত Gadget Gang 7 ও DX generation Xiaomi'র ফোন বিক্রয় করে . Dx generation এ অলরেডি Xiaomi MI Note পাওয়া যাচ্ছে আশা করি Note Pro ও আগামী ১-২ মাসের মদ্ধে বাংলদেশে পাওয়া যাবে

Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ