- প্রযুক্তির কথা বলে

February 28, 2015

playstore কাজ করছে না?বিকল্প হিসাবে opera mini দিয়েই Play Store এর যেকোন গেমস, অ্যাপস ডাওনলোড করুন। (How to download apps via operamini without using playstore)

শিরোনাম দেখে অবাক হচ্ছেন? আরে অবাক হওয়ার কিছু নেই। যা বলছি সেটা ঠিকঠাক মত করতে পারলে আপনিও পারবেন প্লে স্টোর এর AppS opera mini. দিয়ে ফ্রী ডাওনলোড করতে।
সরাসরি কাজের কথায় আসি তাহলেঃ
১. প্রথমে আপনার ফোনে যদি অপেরা মিনি না থাকে তাহলে একটা অপেরা মিনি নামিয়ে নিন যে কোন ভার্সনের। লেটেস্ট ভার্সন হলে ভাল হয়।
২. এরপর অপেরা মিনি ওপেন করুন।প্রথম আপনি যে ফাইলটি ডাউনলোড করতে চান সেটির play store link Google.com থেকে সার্চ দিয়ে বের করুন।  যেমন ধরুন আপনি Photo background changer apps টার প্লে স্টোর লিংক খুজে বের করবেন, সেক্ষেত্রে আপনি অপেরা মিনিতে যেয়ে Google.com  এর সার্চ বার এ লিখুনঃ Photo background changer.apk play store link.  এভাবে লিখলে যে কোন Apps এর play store লিংক খুজে পাবেন। এবার সেই লিংক এ প্রবেশ করুন।

৩ এবার অপেরা মিনির এড্রেস বার এ গিয়ে ফাইলটির তার URL কপি করুন.

অর্থাৎঃhttps://play.google.com/store/apps/details?
id=smart.vs.photo.background.changer  এই রকম

৪. এবার URL টা এডিট করে নিচের মত করে দিনঃ

https://apk-dl.com/store/apps/details?
id=smart.vs.photo.background.changer

অর্থাৎ play.google.com কেটে দিয়ে তার জায়গায় লিখবেন apk-dl.com .  এরপর URL টিতে প্রবেশ করুন। প্রবেশ করার পর তারপর একটু নিচে গেলেই আপনার কাঙ্খিত গেমস, অ্যাপস এর Direct Download link পেয়ে যাবেন।

৫. এখন আপনার কাঙ্খিত Apps টি ডাওনলোড করে নিন আর আপনার মূল্যবান MB বাচান।

(Determined showvik) 

Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ