- প্রযুক্তির কথা বলে

March 18, 2015

কমদামে HTC এর নতুন দুইটি চমক! (htc desire 620g & desire 626 at a very cheap rate)

চাইনিজ ফোনের দামেই বাজারে এসেছে HTC এর নতুন দুইটি ফোন HTC DESIRE 620g.  বিশ্বস্ত ও উচ্চ বিল্ড কোয়ালিটির জন্য সুপরিচিত HTC এর এই  ফোনটিতে চমৎকারর সব ফিচার।

চলুন দেখে নেই স্পেশাল  কি কি ফিচার রয়েছে এই ফোনটিতেঃ

* ৩জি নেটওয়ার্ক
* পাওয়ার ফুল Li-polymar ব্যাটারি ২১০০mah
*পিছনের ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেল HD ক্যামেরা।
* ৫ ইঞ্চি HD ডিসপ্লে ( (~63.2% screen-to-body ratio)
*১.৭ গিগাহার্জ এর পাওয়ার ফুল অক্টা-কোর cortex A7 প্রসেসর
*১ জিবি Ram,  ৮ জিবি Rom,
* Duel SiM card supported,( ১ টি মাইক্রো সিম)
* কিটক্যাট ভার্সন ৪.৪.৪
* Mediatek MT6592। চিপসেট,
* Mali-450MP4 জিপিইউ
* ১০৮০ পিক্সেল ভিডিও সাপোর্টেড
*Java supported
*FM Radio
 এছাড়াও রয়েছে আরও অনেক কিছু।  মূল্য 21০০০ টাকা।



HTC DESIRE 626. এই ফোনটিতেও রয়েছে আকর্ষণীয় সব ফিচার। চলুন ফিচার গুলো দেখে নেওয়া যাকঃ

* ৪জি নেটওয়ার্ক
* পাওয়ারফুল লি-আয়ন ২,০০০ এমএএইচ ব্যাটারী
* ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর
* ৫ মেগাপিক্সেলের ফুল এইচডি ফ্রন্ট ক্যামেরা
* ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে
* ১.৭ গিগাহার্জের অক্টা-কোর প্রসেসর
* ২ গিগাবাইট RAM
* অপশনাল ডুয়াল সিম

মুল্য ১৯,৯০০ টাকা। এই দামের মধ্যে সবদিক বিবেচনায় এটিই বর্তমানে বাংলাদেশের বাজারের সেরা স্মার্টফোন।


কেমন লেগেছে আপনাদের কাছে?

copyright@ sajeeb  এবং Determined showvik



Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ