- প্রযুক্তির কথা বলে

April 25, 2015

এবার আপনার গ্রামীণ সিমে প্রতিদিন ২০ এমবি ডাটা সম্পূর্ণ ফ্রী তে নিয়ে নিন। আর সাথে থাকছে ১০ টাকায় ৫০ মেগা! ৩ মাস মেয়াদ

শুরুতেই যে offer এর কথা বলছি সেই offer টি পেতে হলে অবশ্যই "বন্ধু" প্যাকেজের গ্রাহক হতে হবে। (অর্থাৎ নিচ থেকে অ্যাপটির offer গুলো পেতে হলে।) এইমুহুর্তে "বন্ধু" প্যাকেজে না থাকলে
"B" লিখে sms করুন 4444 নাম্বারে অথবা
*111*44*1# ডায়াল করুন।

★যারা Android ফোন ব্যবহার করছেনতারা ইচ্ছে করলেই GP সিমে প্রতিদিন 20MB করে ফ্রি পেতে পারেন। এজন্য খুব বেশি কিছু করারও প্রয়োজন নেই শুধুমাত্র নিচের থেকে এই ছোট্ট অ্যাপটি ডাউনলোড করলেই হবে। অ্যাপটির ডাউনলোড লিংক-

Download Wow box.apk



বিদ্রঃ লিংকে ক্লিক করুন একটি পেজ আসবে। সেখান থেকে ২ নং ডাওনলোড লিংক এ ক্লিক করলেই ডাওনলোড শুরু হয়ে যাবে।

অ্যাপটি ইন্সটল শেষে যে সিমে ফ্রি নিতে
চান সেই সিমের ডাটা কানেকশন অন করে
অ্যাপটি ওপেন করুন। উল্লেখ্য যে,
অ্যাপটি কোনো ডাটা চার্জ করবে না অর্থাৎ ফ্রি।
শুরুতেই একটি ফ্রি sms পাঠানোর অনুমতি
চাইবে, তখন send অপশনে ক্লিক করুন।
সাথে সাথে একটি sms আসবে এবং অটোমেটিক লগইন হয়ে যাবে। সাথে সাথে welcome bonus হিসেবে 20MB ফ্রিও পাবেন।

★এরপর অ্যাপটিতে ছোট ছোট ব্লক
আকারে বিভিন্ন info/offer/package/add
ইত্যাদি দেখতে পাবেন। এরমধ্যে একটিতে
দেখতে পাবেন "Exclusive offer, 20MB
FREE" ঐটাতে ক্লিক করুন, নীচের Claim
লেখাটিতে ক্লিক করুন। "successfully claimed.." নোটিফিকেশন।
দেখতে পাবেন। একটু পরে কনফার্মেশন sms পেয়ে যাবেন যে 20MB পেয়ে গেছেন।
এই offer টি প্রতিদিন একবার করে নিতে
পারবেন। ফ্রি ইন্টারনেটের মেয়াদ থাকবে 3 মাস, যা প্রতিদিন গ্রহণে বাড়তে থাকবে। এছাড়াও Exclusive ইন্টারনেট প্যাকেজ
হিসেবে পাবেন 50MB only 10Tk. আর
মেয়াদ নিয়ে তো চিন্তার কারনই নেই,
যেহেতু 3 মাস মেয়াদ অলরেডি পাচ্ছেন
আর এই অ্যাপটি থেকে ইন্টারনেট প্যাকেজ
কিনলে পাবেন ফ্রি টোকেন, যার সংখ্যা
200'র বেশি হলে বিনিময়ে ফ্রি ইন্টারনেট
প্যাকেজ নিতে পারবেন।

★যারা Android ব্যবহার করছেন না
তাদের জন্য 20MB ফ্রি ইন্টারনেটের
ব্যবস্থা করছি, তবে এটা শুধু একবারই
পাবেন। এজন্য "GPWB START 1594a919" অথবা "GPWB START ed987583" লিখে sms করুন 2900 নাম্বারে,(সম্পূর্ণ ফ্রি)

বি:দ্র: জিপি সিমটা আপনার
মোবাইলের সিম ১ এ থাকতে হবে।

কোন সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপ এন্ড্রয়েড হেল্পলাইন এ আপনার সমস্যার কথা জানাবেন।

copyright@: Determined showvik..
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ