- প্রযুক্তির কথা বলে

April 26, 2015

Busybox কি? কিভাবে ইন্সটল করবেন?

অ্যান্ড্রয়েড হল লিনাক্স কার্নেল বেইসড অপারেটিং সিস্টেম। লিনাক্সের UNIX Command সম্পর্কে
ধারণা থাকলে জিনিসটা বুঝা খুবই সোজা। লিনাক্স বেইসড অপারেটিং সিস্টেমগুলোতে কমান্ড লাইনের সাহায্যে রুট(অ্যাডমিন) লেভেলের
কাজগুলো সহজে করে ফেলা যায়। এখন অ্যান্ড্রয়েড লিনাক্স বেইসড হলেও অ্যান্ড্রয়েডে সব UNIX Utility দেয়া হয়নি। কিন্তু কিছু রুট
প্রিভিলেজযুক্ত অ্যাপ যেমনঃ Titanium Backup, ViPER4Android -ঠিক মত কাজ করার জন্য এসব ইউটিলিটি দরকার। আর এসব বাদ দেয়া UNIX
Utility ইন্সটল করে দেয় BusyBox .


কিভাবে ইন্সটল করবেন?

BusyBox ইন্সটলের জন্য Root Access লাগবে।
BusyBox এর প্রো ভার্সনও আছে, চাইলে গুগল সার্চ করে নামিয়ে নিন। নিচে ডাওনলোড লিংক দিলাম এখান থেকেও নামিয়ে নিতে পারেন।


এবার আপনি সহজেই ViPER4ANDROID ,
TITANIUM BACKUP এর মত অ্যাপ
ব্যবহার করতে পারবেন!kএবার আপনি সহজেই ViPER4ANDROID ,
TITANIUM BACKUP এর মত অ্যাপ
ব্যবহার করতে পারবেন!

Busybox Install করুন এবং অ্যাপে ঢুকুন। ছবির মত সব করে ইন্সটল বাটনে ক্লিক করুন, ব্যাস! Busybox ইন্সটল  হয়ে গেল!

ডানে স্লাইড করে Applet গুলো ইন্সটল করতে পারেন


এবার আপনি সহজেই ViPER4ANDROID ,
TITANIUM BACKUP এর মত অ্যাপ ব্যবহার করতে পারবেন!

copyright@ Determined showvik....

Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ