Lucky Patcher কিভাবে ব্যবহার করবেন [পর্ব ১]/ How To Use Lucky patcher/How To Hack Unlimited money
আসসালামুআলাইকুম । Lucky Patcher নামক apps টার সাথে আমরা সবাই কমবেশি পরিচিত । আজ আপনাদের দেখাব কীভাবে এই apps টির মাধ্যমে কোনো Games/Apps এর Money/USD Hack করতে হয় । প্রথমে নিচ থেকে Apps গুলো Download করে নেন ।
এবার Xposed Module,Busy box and Lucky patcher install করেন । Busy box open করে setup করে নেন । Xposed Module open করে দেখেন Modules নামক option আছে
ওখানে tap করার পর Modules গুলোর ভেতর থেকে Lucky Patcher এর ডান পাশে টিক চিহ্ন দিন ।
এবার Mobile Reboot করেন । এখন Lucky patcher Open করে Root permission দেন । দেখবেন আপনার Mobile e Instrall কৃত সকল Apps show করছে । এবার Lucky Patcher minimize or exit করেন । এখন যে apps টি Hack করবেন সেটি open করেন । Find purseing menu and press Yes ।
যতো মন চায় ততো money hack করেন , আর games খেলুন আরামসে । আজকের মতো এখানেই শেষ । Next এ দেখাবো কীভাবে Lucky Patcher দিয়ে কোনো apps এর License verification,google Ads, Levl emulation ইত্যাদি Removed করবেন । আমাদের সাথেই থাকুন ।
written by: MD Al imran..
posted by: Determined showvik..