ফোন হারালে কিভাবে খুজে বের করবেন? (how to find your lost Android?)
গুগলে সার্চ দিলে কি আর হারানো ফোন পাওয়া যাবে? গুগলে সার্চ দিলে যখন সব বিষয়ের তথ্যই মিলছে, আর হারানো ফোনের মিলবে না! কোথাও ফোন খুঁজে না পেলে বা ভুলে কোথাও তা ফেলে এখন থেকে গুগলে সার্চ দিলেই সেইফোনের খোঁজ পেতে পারেন।
অনেকেই মনের ভুলে মোবাইল ফোন এখানে- সেখানে ফেলে আসেন, পরে আর মনে করতে পারেন না। তখন অনেকের মনে হয় গুগলে সার্চের কথা। সম্প্রতি গুগল কর্তৃপক্ষঅ্যান্ড্রয়েডচালিত ফোন ট্র্যাক করার ও সহজে খুঁজে বের করার জন্য একটি সুবিধা চালু করেছে।যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের ফোনে গুগল অ্যাপের নতুন সংস্করণ ডাউনলোড করে গুগল অ্যাকাউন্টে লগ ইন করবেন তারাই ‘ফাইন্ড মাই ফোন’ সুবিধাটি ব্যবহার করতে পারবেন।
এই সুবিধা থেকে গুগলের মাধ্যমে ফোনে কল দেওয়া যাবে। এ ছাড়াও ফোনটি কোথায় আছে সে অবস্থানটি ম্যাপের মাধ্যমে দেখাবে গুগল। গুগলের এই সুবিধা এখন কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাচ্ছেন। এর আগে গুগল অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার নামের একটি সুবিধা রেখেছিল যাতে ডেস্কটপ ড্যাশবোর্ড থেকে এ ধরনের ফিচার ব্যবহারের সুবিধা ছিল। কিন্তু এখন অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন বা ট্যাবথেকেও গুগল অ্যাপের মাধ্যমে ফোন খোঁজা যাবে। অ্যাপলের আইফোন ব্যবহারকারীরাঅবশ্য ‘ফাইন্ড মাই ফোন’ অ্যাপটির মাধ্যমে হারানো ফোন খুঁজে পাওয়ার সুবিধাটি পান।অ্যাপল ডিভাইসে অ্যাপটি ডাউনলোড করারপর ব্যবহারকারীরা আইক্লাউড অ্যাকাউন্ট থেকে ফোনে কল দেওয়া বা ম্যাপের মাধ্যমে ফোনের অবস্থান বের করতে পারেন।
গুগলের ‘ফাইন্ড মাই ফোন’ ফিচারের ব্যবহারসম্পর্কে গুগল প্লাসে এক বার্তায় গুগললিখেছে, আপনার কম্পিউটার কোথায় সেটা যদি জানেন. তাহলে ডেস্কটপ থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোন কোথায় আছে তা খুঁজে নিতে পারেন। অ্যান্ড্রয়েডনির্ভর পণ্যে গুগল অ্যাপ ইনস্টল করে এখন ফোনের খোঁজ করতে পারবেন। প্রথমে আপনাকে অ্যাকাউন্টে লগইন করতে হবে। ব্রাউজারে গুগল ডটকম লিখে সেখান থেকে ফাইন্ড মাই ফোন সার্চদিতে হবে। অর্থাৎ, এখন গুগলে সার্চ দিলেই পাওয়া যাবে হারানো ফোন।
(edited by sowvik)
copyright@Benjamin Franklin