- প্রযুক্তির কথা বলে

May 03, 2015

মেমোরি কার্ডে থেকে ডিলেট হওয়া ফাইল উদ্ধার করুন (Root & Non Root)

অনেক সময় এক্সিডেন্টলি আমরা ফোনের দরকারি ডাটাও ডিলেট করে ফেলি! চিন্তার
কোন কারণ নেই। ডাটা রিকভার করার উপায়ও আছে, ফোন রুট করা থাকুক বা না থাকুক। যদি কোন ডাটা ডিলেট হয়ে যায় তাহলে রিকভার না করা পর্যন্ত নতুন করে কোন কিছু সেভ করবেন না। Wi-Fi এবং 2G/3G ডাটা কানেকশান অফ করে দিন যাতে অটোমেটিক আপডেটের মাধ্যমে ডাটা ওভারাইট হতে না পারে।এখন কাজ শুরু করা যাক।

ডিভাইস ROOT করা না থাকলেঃ

১. ডিভাইসটিকে ডাটা ক্যাবলের মাধ্যমে কম্পিঊটারের সাথে Mass Storage মোডে
কানেক্ট করুন। অথবা, কার্ড রিডার দিয়েও
কানেক্ট করতে পারেন।

২. কম্পিউটারে Recuva ডাউনলোড করে নিন।



বি:দ্রঃ Recuva বা এই ধরনের ডাকা রিকভার
টুল কাজ করার জন্য মেমরি কার্ডটি FAT32,
NTFS বা এই জাতীয় হতে হবে। যদি আপনার
মেমরি কার্ডটি যদি এই ফরম্যাটের না হয় তবে মেমরি কার্ডের সব ডাটা কপি করে পিসিতে রাখুন। তারপর, মেমরি কার্ডটি Fat32 অথবা NTFS মোডে ফরম্যাট করুন। সবশেষে কপি করা ফাইলগুলো মেমরি কার্ডে পেস্ট করে দিন। 

৩.Recuva ডাউনলোড করে ইন্সটল করুন।

৪.তারপর, আপনি কোন ধরনের ফাইল রিকভার
করতে চান তা সিলেক্ট করুন।

৫.লোকেশান হিসেবে মেমরি কার্ড সিলেক্ট
করে দিন।

৬.ডাটা রিকভার করা হলে তা সরাসরি
মেমরি কার্ডে সেভ না করে কম্পিউটারের
হার্ডডিস্কে সেভ করুন।

_____________________________________

ডিভাইস RooT করা থাকলেঃ

১. প্রথমে নিচ থেকে Undelete. apk টা ডাওনলোড করে নিন। 






১.ইন্সটল করে Storage সিলেক্ট করুন।
ইন্টারনাল বা এক্সটার্নাল যেকোন একটি।

২.সিলেক্টেড ডিভাইস স্ক্যান করুন।

৩.ডাটা রপরিমান আর মেমরি সাইজের উপর
নির্ভর করা ২ থেকে ১০ মিনিট লাগতে
পারে।

৪. রিকভার করা শেষ হলে বিভিন্ন ট্যাবে
বিভিন্ন রকম ফাইল টাইপের ডাটা পাওয়া যাবে।

Copyright@ Determined Showvik....



 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ