৩৫ দিন চার্জ থাকবে স্বল্প মূল্যের স্মার্টফোন ZTE তে।
নতুন স্মার্টফোন উন্মুক্ত করেছে চীনা প্রতিষ্ঠান ZTE। Q 519T মডেলের ফোনটিতে ব্যবহার করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যটারি। ফলে একবার চার্জ দিলে ৩৫ দিন পর্যন্ত সেটা স্থায়ী হবে বলে দাবী করেছে নির্মাতা প্রতিষ্ঠান।
জেডটিই’র স্বল্পমূল্যের ফোনগুলোর মধ্যে এটি হচ্ছে সবচেয়ে আধুনিক প্রযুক্তির স্মার্টফোন। এতে র্যাম রয়েছে এক জিবি। আভ্যন্তরীণ মেমোরিতে রয়েছে আট জিবি পরিমানের জায়গা। এই মেমোরিকে আবার এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত।স্বল্পমূল্যের স্মার্টফোনের ক্যামেরাতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়, তার চেয়ে উন্নত প্রযুক্তি এতে ব্যবহার করা হয়েছে।
সামনের ক্যামেরা পাঁচ মেগাপিক্সেলের হলেও উন্নত রেজ্যুলেশনের ছবি তুলা যাবে। আর সেলফি ক্যামেরাতের ক্ষমতা দুই মেগা পিক্সেল। এই দুই ক্যামেরা দিয়ে অল্প আলোতেও তোলা যাবে স্পষ্ট ছবি। ফোনটিতে আরো রয়েছে তিনটি ব্যটারি সেভিং মুড।
আপাতত শুধু চীনের বাজারেই পাওয়া যাবে এটি। আরো কিছুদিন পরে পাওয়া যাবে চীনের বাইরের বাজারে। মোবাইলটির দাম রাখা হয়েছে মাত্র ৯৫ ডলার।