- প্রযুক্তির কথা বলে

March 21, 2016

Android এ যেভাবে একই সাথে youtube/stored ভিডিও দেখা এবং অন্য যে কোনো apps ব্যবহার করা যায় .


Android এ  একই সাথে youtube/stored  ভিডিও দেখা এবং অন্য যে কোনো apps ব্যবহার করা যায় .
এজন্য আমি আপনাদের সাজেস্ট করব Awesome pop up video.apk, এটা সবচেয়ে বেস্ট । Apps প্লে স্টোর থেকে ডাউনলোড  করে নিন। 

ডাউনলোড  লিংকঃ Download

Android এর Backgrund/pop up screen এ ইউটিউব ভিডিও যেভাবে চালাবেনঃ
উপরের লিঙ্কে ক্লিক করে  Play Store থেকে Awesome pop up video ডাউনলোড করে নিন 


 ১.সফটওয়্যার টি ওপেন করে উপরের  সার্চ অপসন এ গিয়ে যে ভিডিও প্লে করতে চান তার নাম লিখুন ,লক্ষ্য করুন সার্চ বার এ তিন টি আইকন আসে youtube ,vine আর web,আপনি যেটি সিলেক্ট করে রাখবেন সেই সাইটের ভিডিও খুঁজে বের করবে পপ আপ  প্লেয়ার .

২.এবার শুধু প্লে বাটন এ হিট করুন,ব্যাস কাজ শেষ ,ভিডিও পপ আপ এ চালু হবে.এবার আপনি ফোন এর ব্যাক  বাটন চেপে বেরিয়ে আসুন এবং অন্য  যে কোনো সফটওয়্যার চালান কোনো সমসসা হবে না,
যেহেতু ,ভিডিও আপনার পর্দার মাঝখানে একটি ছোট পপ আপ প্রদর্শিত হবে. তাই এটার সবচেয়ে ভাল উপায় আছে, সেটা হল আপনি পর্দার কোনো অংশ থেকে এই ভিডিও টেনে আনুন, এবং স্বাভাবিক হিসাবে আপনার ফোন ব্যবহার চালিয়ে যেতে পারেন।

৩.পপ আপে প্লে হওয়া ভিডিও টির  screen স্ক্রল করে  প্রয়োজন মত বড় ছোট  করা যাবে ,এবং ডানে বামে সরিয়ে নেব যাবে .
৪.আরো সুখবর হচ্ছে এটি সুধু অনলাইন ভিডিও প্লেয়ার না  আপনি চাইলে ফাইল ম্যানেজার থেকে যে কোনো ভিডিও প্লে করতে পারবেন.








৫., পপ-আপ ভিডিও বন্ধ করার জন্য টিক দিন তারপর উপরে ডান দিকে 'এক্স' আইকন এ একটা টিক দিন। বুঝতে সমস্যা হলে নিচের স্ক্রীণশট দেখুন


সবশেষে বলব খুব কাজের একটা এপস এটি। তাই মিস করবেন না। এখুনি ট্রাই করুন এবং ভাল লাগলে অবশ্যই ফেসবুকে শেয়ার করুন । 
Posted By: বিবর্ণ সৌভিক ।modified by :সজীব
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ