হোয়াটসআ্যাপে থিম ব্যবহার করবেন যেভাবে (how to change whats app default theme)
যা যা লাগবে:
১/রুটেড ডিভাইস
২/Xposed
প্রথমেই নিচ থেকে আ্যাপসগুলো ডাউনলোড করে ইনস্টল করে নেন ৷
১/Xposed Installer
২/UWTE Pro
Xposed Module Uwte এক্টিভেট করে ফোন রিবুট করেন ৷ বুট নেওয়ার পর UWTE রান করেন ৷ রুট পারমিশন চাইবে অ্যালাও করবেন ৷ Active Theme Engine And Active Extra Mode অপশন দুটি অ্যাক্টিভেট করে নিবেন ৷ এবার নিচ থেকে Chose Theme Type এ ট্যাপ করে Own Activity নির্বাচিত করবেন ৷ উপরের ডানপাশের মেনু অপশনে গিয়ে Theme Store এ প্রবেশ করতে পারবেন ৷ সেখানকার অজস্র থিমের মধ্যে পছন্দসই থিমের ডাউনলোডে ট্যাপ করবেন ৷ Download Succeed দেখালে পাশের Apply বাটনে ট্যাপ করবেন ৷ এবার এক্সিট করে বেরিয়ে আসেন৷ এবার হোয়াটসআ্যাপ রান করে দেখেন পুরাই কালারফুল হয়ে আছে ৷ বুঝতে কোথাও সমস্যা হলে জানাবেন ৷ সামনে পরীক্ষা, সবাই আমার জন্য দোয়া করবেন ৷
১/রুটেড ডিভাইস
২/Xposed
প্রথমেই নিচ থেকে আ্যাপসগুলো ডাউনলোড করে ইনস্টল করে নেন ৷
১/Xposed Installer
২/UWTE Pro
Xposed Module Uwte এক্টিভেট করে ফোন রিবুট করেন ৷ বুট নেওয়ার পর UWTE রান করেন ৷ রুট পারমিশন চাইবে অ্যালাও করবেন ৷ Active Theme Engine And Active Extra Mode অপশন দুটি অ্যাক্টিভেট করে নিবেন ৷ এবার নিচ থেকে Chose Theme Type এ ট্যাপ করে Own Activity নির্বাচিত করবেন ৷ উপরের ডানপাশের মেনু অপশনে গিয়ে Theme Store এ প্রবেশ করতে পারবেন ৷ সেখানকার অজস্র থিমের মধ্যে পছন্দসই থিমের ডাউনলোডে ট্যাপ করবেন ৷ Download Succeed দেখালে পাশের Apply বাটনে ট্যাপ করবেন ৷ এবার এক্সিট করে বেরিয়ে আসেন৷ এবার হোয়াটসআ্যাপ রান করে দেখেন পুরাই কালারফুল হয়ে আছে ৷ বুঝতে কোথাও সমস্যা হলে জানাবেন ৷ সামনে পরীক্ষা, সবাই আমার জন্য দোয়া করবেন ৷