- প্রযুক্তির কথা বলে

April 09, 2016

Vivo xplay 5 Elite আসছে ৬জিবি র্যাম নিয়ে!!!!!

চীনে ভাইভো’র পরবর্তী ফ্ল্যাগশীপ লাইনআপ- ভাইভো এক্সপ্লে ৫ এর নতুন দুটি মডেলের অবমুক্তির ঘোষণা অনুষ্ঠান হয়ে গেল। এ দুটি মডেলের ফোন দুটি হলো - ভাইভো এক্সপ্লে ৫ এবং ভাইভো এক্সপ্লে ৫ এলিট।

ভাইভো এক্সপ্লে ৫ এলিট তুলনামূলক শক্তিশালী ফোন। এটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে ধাতু ও গরিলা গ্লাস ৪ দিয়ে। এতে আছে ৫.৪৩ ইঞ্চির সুপার অ্যামোলেড কিউএইচডি স্ক্রিন। এক্সপ্লে ৫ এলিটে শক্তি সঞ্চার করছে কোয়ালকমের স্নাপড্রাগন ৮২০চিপসেট। এর ভেতরে স্থাপন করা হয়েছে ৬ গিগাবাইট র্যাম ও অ-বর্ধণযোগ্য ১২৮ গিগাবাইট সংরক্ষণ ক্ষমতা।

১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স২৯৮ প্রধান ক্যামেরা আছে এ ফোনটিতে যার বিশেষ বৈশিষ্ট্য হলো ফেজ-ডিটেকশন এএফ ও ডুয়াল-টোন এলইডি ফ্ল্যাশ। সাথে থাকছে ৮ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার। ডুয়াল-সিমের এই ডিভাইসে আছে এলটিই নেটওয়ার্ক ও হাই-ফাই ৩.০ সংযোগ সুবিধা, ৩৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ও পেছনভাগে সংযুক্ত ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এক্সপ্লে ৫ এলিট চালাচ্ছে অ্যানড্রয়েড ৫.১ ললিপপ। ফোনটি আগামী ৮ মার্চ চীনের বাজারে পাওয়া যাবে ৬৫৫ ডলারের বিনিময়ে।

ভাইভো এক্সপ্লে ৫ ভাইভো এক্সপ্লে ৫ এলিটের তুলনায় একটি স্বল্পমূল্যের ফোন যা পাওয়া যাবে একই ডিজাইন, ক্যামেরা এবং ৫.৪৩ ইঞ্চির সুপার অ্যামোলেড কোয়াডএইচডি স্ক্রিন সহযোগে। তবে এতে কম যা থাকছে তা হলো এর চিপসেট ও র্যামে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্নাপড্রাগন ৬৫২ চিপসেট ও ৪ গিগাবাইট র্যাম। অবশ্য হাই-ফাই চিপের ক্ষেত্রেও হেরফের আছে যা হচ্ছে সিএস৪৩৯৫+এডি৪৫২৫৭। ৫৬৫ ডলারের বিনিময়ে এ ফোনটিও চীনের বাজারে পাওয়া যাবে আগামী ৮ মার্চ থেকে।

চিপসেটের এই পার্থক্য বোঝা যাবে যদি আমাদের এ ধারণাটা স্পষ্ট থাকে যে, স্নাপড্রাগন ৮২০ চিপসেটে আছে কোয়াড-কোর ক্রায়ো প্রসেসর এবং অ্যাড্রিনো ৫৩০ জিপিইউ। অন্যদিকে ৬৫২ চিপে আছে ১.৮গিগাহার্টজের ৪এক্সকোরটেক্স-এ৭২ এবং ১.৪ গিগাহার্টজের ৪এক্সকোরটেক্স-এ৫৩ যুক্ত একটি অক্টা-কোর প্রসেসর এবং অ্যাড্রিনো ৫৩০ জিপিইউ।

ভাইভো এক্সপ্লে ৫ এবং ভাইভো এক্সপ্লে ৫ এলিট আগামী ৮ মার্চ চীনের বাজারে এলেও বিশ্ব বাজারে কবে আসছে তা এখনো জানা যায় নি।

Posted by: Showvik Neo 
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ