- প্রযুক্তির কথা বলে

May 31, 2016

কাস্টম রম ইনস্টল করুন সহজেই

রুট-কাস্টমোলাইজেশনস নিয়ে তো অনেক কিছুই শিখলেন ৷ আজ একটু অন্য কিছু দেখাই ৷আমরা অধিকাংশই লো কনফিগারেশনের স্মার্টফোন ব্যবহার করি ৷ স্বপ্ন থাকা স্বত্তেও দামি ব্রান্ডের স্মার্টফোনগুলো ব্যবহার করতে পারি না ৷ কিন্তু যদি এমনটি হয়,লো কনফিগারেশনের ফোনেও দামি ফোনগুলোর সিস্টেম ব্যবহার করা হয়! হ্যা,আশা করি বুঝতে পেরেছেন, কাস্টম রমের কথা বলছি৷প্রথমেই বলে রাখি এ কাজে ব্রিকের সম্ভাবনা ১০০%৷ ব্রিক হলো ফোন অন না হয়ে বুটে এসে আটকে যাওয়া ৷ সাধারণত সব স্মার্টফোনের সিস্টেম ফাইলগুলো প্রায় একইরকম থাকে   ৷আপনি যখন ভিন্ন মডেলের কাস্টম রম ফ্লাশ করতে যাবেন,তখন আপনার ফোনটি প্রথমদিকে কোনো আপত্তি করবে না ৷ একটু লোড নেওয়ার পর যখন বুঝবে অন্যের সম্পদ নিয়ে নিচ্ছি ৷ তখন বেঁকে বসবে,হায়!হায়!! এ আমি কী করছি! অন্যের সম্পদ দখল করছি ৷ তখনই বুটে এসে আটকে যায় ৷ সুতরাং সবকিছু নিজ দায়িত্বে করবেন ৷কাজের কথায় আসি,প্রথমে আপনার ডিভাইসটি রুট করতে হবে ৷ কীভাবে আপনার ফোনটি রুট করবে হবে তা এই লিংকে বিস্তারিত দেওয়া আছে ৷
আপনার অ্যান্ড্রয়েড ফোন রুট করার কয়েকটা সহজ পধতি
এবার যে কাজগুলো করতে হবে
(1)Recovery ডাউনলোড ৷ সাধারনত ৩ ধরনের রিকভারি রয়েছে ৷ CWM,TWRP,CTRW. এর মধ্যে CWM বাদে বাকিগুলোতে রিকভারি মোডএ গিয়েও টাসপ্যানেলে কাজ করে ৷ আপনার কাঙ্খিত রিকভারি ডাউনলোড করার জন্য গুগলে সার্চ দেওয়াই বেটার ৷ ধরি আপনার ফোনটি Walton Primo GH2 ৷ তাহলে গুগলে এইভাবে লিখে সার্চ দিবেন CWM recovery.img for Walton primo GH2 ৷কাঙ্খিত রিকভারি  খুজে ডাউনলোড করে মেমোরি কার্ডের রুট ফোল্ডার অর্থাৎ কোনো ফোল্ডারে রাখবেন না ৷
(২)কাস্টম রম ডাউনলোড: প্রথমেই আপনার MTK মডেলনুযায়ী কাস্টম রম ডাউনলোড করে নেন ৷ গুগলে এভাবে সার্চ দিবেন Lollipop Custom Rom for Walton Primo GH2.অথবা অনেক ভালো ভালো ওয়েবসাইট যেমন needrom,mtkrom থেকে mtk মিলিয়ে রম ডাউনলোড করে নিবেন ৷ আপনি আপনার ফোনের mtk মডেল না জানা থাকলে CPUZ অ্যাপ্লিকেশন এর মাধ্যমে জেনে নিতে পারেন ৷ এবার ডাউনলোডেড রমটি মেমোরি কার্ডের বাইরে রাখবেন ৷ কোনো ফোল্ডারে রাখবেন না ৷
(৩) ডাউনলোড করে নেন Rasher or Mobile Uncle MTK tools Apk
ডাউনলোডের কাজ শেষ, এখন আমরা মুলপর্বে প্রবেশ করবো ৷ ফোনে ৫০% এর বেশি চার্জ রাখবেন ৷
প্রথমে রুটেড ফোন থেকে Mobile uncle  MTK tools অ্যাপসটি ওপেন করেন ৷রুট পারমিশন চাইবে,গ্রান্ট করবেন ৷ IMEI backup option'টিতে প্রবেশ করেন ৷ আপনার IMEI টির backup রাখবেন যাতে পরবর্তীতে ঝামেলা হলেও দ্রুত রিকভারি করতে পারেন ৷ এবার Recovery Update option টিতে প্রবেশ করেন ৷ মেমোরি কার্ডে থাকা ডাউনলেডেড recovery.img টা পাবেন ৷ ওইটা সিলেক্ট করেন ৷ ডিভাইস রিবুট চাইবে, রিবুট করবেন ৷ এবার আপনার ফোনের সব sms,contact, essential data back up করে নিন ৷ফোন switched off করে vibrant পর্যন্ত অপেক্ষা করবেন ৷ press and Hold power and volume +  button until your device go to recovery mode. ওইখান থেকে Clear Data/factory reset option টিতে যান ৷ Yes,clear All data সিলেক্ট করবেন  ৷ ৫-১০ মিনিট সময় লাগবে } cwm recovery হলে টাসপ্যানেল কাজ করবে না ৷ volume + & - দিয়ে উপর-নিচে ও পাওয়ার বাটন দিয়ে সিলেক্ট করবেন ৷ এবার go back এ গিয়ে clear cache partition সিলেক্ট করে আগের মতো yes,clear all করবেন ৷ এবার go back এ গিয়ে Advanced option এ প্রবেশ করবেন ৷ এখান থেকে Battery States & Delvik cache clear করে নিবেন ৷ go back এ গিয়ে install zip সিলেক্ট করে select zip from sdcard1 এ গিয়ে ডাউনলোডেড রমটি পাবেন ৷ Yes,Install custom rom.zip option টি নির্বাচিত করবেন ৷ ৫-১০ মিনিট সময় লাগবে তারপর ডিভাইসটি রিবুট চাইবে ৷ রিবুট হয়ে ফোনটি চালু হবার পর ফোনটি সেট-আপ- করে নিবেন ৷
বুঝতে কোথাও সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে জানাবেন ৷

Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ