- প্রযুক্তির কথা বলে

June 28, 2016

Greenify এর মতই ব্যাটারি সেভ করছে যে ছোট্ট অ্যাপ টি। (No root needed)

যাদের ফোন ননরুটেড তারা greenify এপটির মূল ফীচার গুলোই use করতে পারছেন না ।তাই ব্যাটারী ও  তেমন সেভ হচ্ছে না ।তাই আজকের পোস্ট nonrooted  এন্ড্রয়েড ইউসার দের জন্য যারা ব্যাটারী ব্যাকআপ নিয়ে সমস্যায় আছেন।

এন্ড্রয়েড নিয়ে সকলের একটাই কমন সমস্যা সেটা হলো ব্যাটারি চার্জ দ্রুত চলে যায়।ব্যাটারি চার্জ দ্রুত চলে যাওয়ার কারণ হলো আপনি যখন ফোন ব্যবহার করেন তখন Background এ কিছু এপ চলতে থাকে যা আপনার ব্যাটারি খেতে থাকে।এই Background এ যেসকল এপ্স চলতে থাকে এগুলো বন্ধ করা গেলেইন ব্যাটারি বেকাপ পাবেন দ্বিগুণ।
তাই আজ যেই এপটি নিয়ে এলাম এর নাম :Hibernation Manager Premium.এই এপের কাজ হলো Background এর সকল অপ্রয়োজনীয় এপ কে ফ্রীজ করে দেয়া।এই এপটির সাইজ মাত্র এক এম্বি,এটি বেশি র্যাম ও খাবে না।সব থেকে বড় কথা এটি একটি পেইড এপ যা রুট কিংবা আনরুট ফোনে কাজ করবে।
তো দেরী কেন?এখুনি নিচ থেকে এপটি ডাউনলোড করে ফেলুনঃ  http://www.apk-download-market.com/apk_download.php?id=56

Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ