Inconsistent System UID' এর সমাধান নিয়ে নেন!
এই সমস্যটা আমরা অনেকেই ফেস করি ৷ বিশেষ করে ফোনে অটোমেটিক্যালি অ্যাপস ডাউনলোড হয়ে যাচ্ছিলো,ফ্যাক্টরি রিসেটের পর Inconsistent System UID দেখায় ৷ যার জন্য অনেক অ্যাপসই ফোর্সড ক্লোজড হয়ে যায় ৷ পরিত্রাণের জন্য আপনার ফোনটি রুট করতে হবে ৷ তারপর নিচের ধাপগুলো অনুসরণ করবেন ৷
*ডাউনলোড এন্ড ইনস্টল Rom Toolbox Lite
*রান করে রুট পারমিশন দেন ৷
*App Manager ট্যাবে যান ৷
*এবার মেনু থেকে Multi Select অপশনে যান ৷
এখান থেকে select all দিবেন ৷
*click on Menu>fix permission
*এ্যাপসটি ক্লোজড করেন ৷
*ডিভাইস রিবুট করেন ৷
কোথাও বুঝতে সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে নক করবেন ৷