- প্রযুক্তির কথা বলে

July 10, 2016

প্রযুক্তি বিশ্ব কাঁপাতে বাজারে আসছে স্যামসাং ইউএফএস মেমোরি কার্ড

এখনকার মাইক্রোএসডি কার্ডের চেয়ে ৫ গুণ দ্রুতগতির এবং প্রতি সেকেন্ডে ৫৩০ মেগাবাইট গতির ২৫৬ জিবি ইউএফএস মেমোরি কার্ড দেখবে সারা বিশ্ব। তাছাড়া এটি রাইটিংয়ের ক্ষেত্রেও প্রতি সেকেন্ডে ১৭০ মেগাবাইট গতি প্রদান করবে যা সাধারণ মাইক্রোএসডি কার্ডের থেকে ২-৩ গুণ বেশি দ্রুতগতিসম্পন্ন।


স্মার্টফোনের রিমুভাল স্টোরেজ নিয়ে কম বাক-বিতণ্ডা শোনেনি বিশ্ব। তবে এটা স্বীকার করা অনস্বীকার্য যে যত বেশি তত আনন্দ। তবে মেমোরি কার্ডের দুয়ো নয়, পরবর্তী প্রজন্মের মেমোরি কার্ডের সাফাই গাওয়ার উপায় খুঁজে দিল স্যামসাং। দ্রুতগতির ইন্টারনেট এবং এইচডি রেজ্যুলেশন ভিত্তিক ভিডিও বাজারে আমাদের চাহিদা পূরণে প্রথমবারের মতো এক গাঁদা ইউএফএস (ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোরেজ) রিমুভাল মেমোরি কার্ড জনসমক্ষে উন্মোচন করল স্যামসাং।
এখনকার মাইক্রোএসডি কার্ডের চেয়ে ৫ গুণ দ্রুতগতির এবং প্রতি সেকেন্ডে ৫৩০ মেগাবাইট গতির ২৫৬ জিবি ইউএফএস মেমোরি কার্ড দেখবে সারা বিশ্ব। তাছাড়া এটি রাইটিংয়ের ক্ষেত্রেও প্রতি সেকেন্ডে ১৭০ মেগাবাইট গতি প্রদান করবে যা সাধারণ মাইক্রোএসডি কার্ডের থেকে ২-৩ গুণ বেশি দ্রুতগতিসম্পন্ন।
স্যামসাংয়ের আসন্ন ২৫৬জিবি কার্ডটিতে র্যানডম রিড রেট থাকবে ৪০,০০০ আইওপিএস যা সাধারণ মাইক্রোএসডি কার্ডের থেকে ২০ গুণ উচ্চগতিসম্পন্ন। অন্যদিকে কার্ডটির রাইট রেট থাকবে ৩৫,০০০ আইওপিএস যা সাধারণ মাইক্রোএসডি কার্ডের থেকে ৩৫০ গুণ দ্রুতগতিসম্পন্ন। তবে আবশ্যিকভাবে দর্শক প্রত্যক্ষ করলেই তা বিশ্বাস করবে। আর দ্রুতগতিসম্পন্ন মেমোরি কার্ডটির উপযোগী ডিভাইস আসলেও তা প্রত্যক্ষ করার সুযোগ সৃষ্টি হবে। তবে আসন্ন স্যামসাং গ্যালাক্সি নোট ৭-এ অসাধারণ মেমোরি কার্ডটি দেখতে পারে পুরো বিশ্ব।
সূত্র: এনগ্যাজেট
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ