- প্রযুক্তির কথা বলে

July 10, 2016

নষ্ট হয়ে যাওয়া মেমরী কার্ড ঠিক করুন সহজেই

ফোন এন্ড্রয়েড হোক বা অন্যকিছু ,আমরা সব ফোনেই মেমরি কার্ড ব্যবহার করে থাকি।সাধারণত ফোনের মেমরি কার্ড হঠাৎ করে খুলে নেওয়া হলে বা সংযোগ বিচ্ছিন্ন করা হলে মেমরিকার্ডটি অকেজো হয়ে যেতে পারে।আমরা সাধারণত ৮ জিবি,১৬ জিবি এবং অনেকে ৩২ জিবি মেমরি কার্ড ব্যবহার করে থাকি। যার বাজার মূল্য ৪০০+ টাকা।তাই sd card অকেজো হয়ে গেলে তা ফেলে না দিয়ে ঠিক করে ফেলুন নিজেই।
যা যা লাগবেঃ
১. পিসি
২. কার্ড রিডার
৩. আপনার অকেজো memory card
কার্যপ্রণালীঃ
১. প্রথমে কার্ড রিডারে করে আপনার মেমরি কার্ড পিসিতে প্রবেশ করান।
২. খেয়াল রাখুন, হার্ড ড্রাইভের অন্যান্য ডিস্কের মতো মেমোরি কার্ড দেখালেও সেটিতে প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে।
৩. এবার আপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে আপনার স্টার্ট মেনুর উপর দিকে কমান্ড প্রম্পট (cmd) দেখা যাবে।
৪. এখন এর ওপর ডান বোতাম চেপে Run as administrator দিয়ে চালু করুন ।
৫. কমান্ড চালু হলে এখানে chkdsk mr লিখে enter ক্লিক করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ ।
৬. পিসিতে কার্ডের ড্রাইভ দেখতে পেলে এখানে ‘চেক ডিস্ক’ কমপ্লিট হতে দিন।
৭.এখানে convert lost chains to files এলে y টিপুন। এ ক্ষেত্রে ফাইল যদি ঠিক থাকলে কার্ডের তথ্য হারাবে না।
৮. মেমোরি কার্ড যদি invalid file system দেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করে Format-এ ক্লিক করুন।
৯. File system থেকে FAT নির্বাচন করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ ক্লিক করুন। মেমরি কার্ড ফরম্যাট হলেও নষ্ট হবে না।
এভাবে অনেক অকেজো মেমরি কার্ড সচল করা গেলেও সম্পূর্ণ নষ্ট এবং ক্ষতিগ্রস্থ মেমরি ঠিক করা যায় না।

Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ