ব্লুটুথ ৫.০ সম্বন্ধে যে ৫টি বিষয় জানা জরুরী
ব্লুটুথের পরবর্তী সংস্করণ উন্মোচিত হতে যাচ্ছে ১৬ জুন। ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপের (ব্লুটুথের মান রক্ষাকারী পরিচালনা পর্ষদ) নির্বাহী পরিচালক মার্ক পাওয়েল নিশ্চিত করেছেন যে, ব্লুটথ ৫.০ নামের ব্লুটুথের পরবর্তী সংস্করণটি বর্তমান ৪.২ সংস্করণের থেকে অনেক বেশি শক্তিশালী হবে।
পাওয়েল ইমেইল মারফত জানান যে, ‘অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ১৬ জুন আনুষ্ঠানিকভাবে ব্লুটুথের পরবর্তী সংস্করণ ব্লুটুথ ৫ জনসমক্ষে উন্মোচন করতে যাচ্ছি আমরা। ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপের সাথে জড়িত সকলকে ব্লুটুথের নতুন এই নামকে এর প্রচারণায় ব্যবহার করার জন্য বলছি। আরও সরল প্রচারণা, ইউজারের সাথে ভালো যোগাযোগ এবং বাজারে প্রযুক্তিটির আপডেট সবার সাথে সহজভাবে পরিচিত করে দেওয়ার জন্যই নামের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।’
বেশিরভাগ ব্যবহারকারীই নতুন ব্লুটুথ সংস্করণের কার্যকারিতা বুঝতে পারেন না এবং এটিকে অন্যান্য মোবাইল ফিচারের মতোই দেখেন। তবে ব্লুটুথ ৫-এ এবার বিশেষ কিছু আপডেট থাকছে। ব্লটুথ ৫-এর ৫টি গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় টেকের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
পাওয়েল ইমেইল মারফত জানান যে, ‘অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ১৬ জুন আনুষ্ঠানিকভাবে ব্লুটুথের পরবর্তী সংস্করণ ব্লুটুথ ৫ জনসমক্ষে উন্মোচন করতে যাচ্ছি আমরা। ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপের সাথে জড়িত সকলকে ব্লুটুথের নতুন এই নামকে এর প্রচারণায় ব্যবহার করার জন্য বলছি। আরও সরল প্রচারণা, ইউজারের সাথে ভালো যোগাযোগ এবং বাজারে প্রযুক্তিটির আপডেট সবার সাথে সহজভাবে পরিচিত করে দেওয়ার জন্যই নামের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।’
বেশিরভাগ ব্যবহারকারীই নতুন ব্লুটুথ সংস্করণের কার্যকারিতা বুঝতে পারেন না এবং এটিকে অন্যান্য মোবাইল ফিচারের মতোই দেখেন। তবে ব্লুটুথ ৫-এ এবার বিশেষ কিছু আপডেট থাকছে। ব্লটুথ ৫-এর ৫টি গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় টেকের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
১. দ্বিগুণ পরিসর: বর্তমান ব্লুটুথ সংস্করণের থেকে দ্বিগুণ পরিসরে নতুন সংস্করণটি আসছে বলে দাবি করেছে ব্লুটুথ ৫। ডিভাইসের উপরে ব্লটুথের সর্বোচ্চ পরিসর নির্ভর করলেও ব্লুটুথ ৪.০ আদর্শগতভাবে ন্যূনতম ২০০ ফুট পরিসর আয়ত্ত্বে রাখত। পাওয়েল ঘোষণা করেছেন যে, ব্লটুথের নতুন সংস্করণটি বর্তমান সংস্করণের থেকে দ্বিগুণ পরিসর আয়ত্ত্বে রাখার ক্ষমতা নিয়ে বাজারে আসবে। অর্থাৎ, নতুন সংস্করণটি ওয়াই-ফাই ডিরেক্টের পরিসরে বাজারে আসবে।
২. ৪ গুণ স্পিড: পূর্বেকার ব্লুটুথ সংস্করণের সাথে ওয়াই-ফাই ডিরেক্টের কোন তুলনা চলে না। অনেকেই হয়তো জানেন না, ওয়াই-ফাই ডিরেক্ট প্রতি সেকেন্ড অন্তত ২৫০ মেগাবাইট স্পিড প্রদান করে যেখানে ব্লুটুথ ৪.০’র ক্ষমতা প্রতি সেকেন্ডে ২৫ মেগাবাইট। তবে ব্লুটুথ ৫ সংস্করণটি বর্তমান ৪.২ সংস্করণের থেকে ৪ গুণ বেশি দ্রুতগতিসম্পন্ন হবে বলে দাবি করছে সংশ্লিষ্টরা।
৩. বিস্তারিত অ্যাডভার্টাইজিং প্যাকেট: এটা মোটেও বেশি বিজ্ঞাপন দেওয়ার কথা বলছে না। ব্লটুথ বিশ্বে বিজ্ঞাপন অন্য অর্থ বহন করে। এটি ইউজারদের অন্যান্য ব্লুটুথ ডিভাইস চিহ্নিত, সনাক্ত এবং সংযোগ স্থাপনে সহায়তা করবে। ব্লুটুথের বর্তমান প্যাকেটের আকার ৪৭ বাইটস এবং এতে ডিভাইসের নাম এবং টাইপের বিস্তারিত বর্ণনা আছে। তবে ব্লুটুথ ৫ সংস্করণে বৃহদাকিৃতর প্যাকেট এবং অনেক বেশি তথ্য সংরক্ষরণের ক্ষমতা থাকবে।
৪. অবস্থানগত তথ্য: সংযোগবিহীন সার্ভিসের ক্ষেত্রে নতুন নতুন সব বৈশিষ্ট্য নিয়ে আসছে ব্লুটুথ ৫। এদের বেশিরভাগই অবস্থান ও এবং নেভিগেশনগত তথ্যের সাথে সম্পর্কিত তথ্য।
৫. নতুন হার্ডওয়্যার: ব্লুটুথ ৫ পুরনো ব্লুটুথ ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিয়ে কোন তথ্য উল্লেখ করেনি পাওয়েল। ব্লুটুথ ৪.০ ডিভাইসগুলো ব্লুটুথ ৪.১ এবং কিছু ক্ষেত্রে ৪.২ সংস্করণে আপডেট হতে পারে। তবে ব্লুটুথ ৫.০ সংস্করণে নতুন হার্ডওয়্যারের দরকার পড়তে পারে। অর্থাৎ, নতুন ব্লুটুথ ৫-সমর্থিত ডিভাইসগুলো এ বছরের শেষে অথবা পরবর্তী বছর বাজারে আসতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া