বিশ্বের প্রথম ৬ জিবি র্যামের স্মার্টফোন!!!!
বিশ্বের প্রথম ৬ জিবি’র স্মার্টফোন Vivo xplay 5
বিশ্বের প্রথম ৬ জিবি র্যামের মোবাইল নিয়ে আসলো BLU,, মোবাইলটির নাম VIVO Xplay 5.
শুধু তাই নয়, স্যামসাং এর পরে VIVO XPLAY 5 ই হলো বিশ্বের দ্বিতীয় মোবাইল যেখানে ডুয়াল এজ (কার্ভ ডিসপ্লে)ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
গত কয়েক বছরে চায়ানা ভিত্তিক বেশ কিছু মোবাইল কোম্পানী পুরো বিশ্বে নাম কুড়াতে সক্ষম হয়েছে কম দামে সুপার্ব ডিজাইন আর কনফিগার সম্পন্ন মোবাইল বাজারজাত করে। এদের মধ্যে Xiaomi, Huawei, gionee প্রমুখ।
আর গত বছর থেকে যে মোবাইল কোম্পানী ধীরে ধীরে সবার নজর কাটতে শুরু করেছে তার নাম হলো BLU.
Samsung পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলো Galaxy S6 EDGE এর ডুয়াল কার্ভ ডিসপ্লে দিয়ে। BLU’ও পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিলো World’s first 6 GB ram আর সাথে রয়েছে ডুয়াল কার্ভ ডিসপ্লে।
ডিভাইসটির মোট ২টি ভার্সন রয়েছে। ভার্সন গুলো যথাক্রমে VIVO XPLAY 5 ELITE. & VIVO XPLAY 5.
এক নজরে VIVO XPLAY 5 Elite:
** 5.43” Super Amoled qUAD HD Display
** 6 GB of Ram
** Qualcomm snapdragon 820 chipset
** 128 GB non Expandable ROM
** Finger Print Scanner on back
VIVO XPlay 5 Elite এ ব্যবহার করা হয়েছে 16MP (Sony IMX298 সেন্সর) রিয়্যার ক্যামেরা। সাথে রয়েছে Face detection, Auto focus, Optical image stabilization, Dual tone LED flash light, Dual Sim card.
শুধু তাই নয়, Vivo Xplay 5 Elite 4G LTE network সাপোর্ট করে। এছাড়া Hi-Fi 3.0 (2*ES9028+OPA1612), এছাড়াও সাথে রয়েছে Monster 3,600 mAh battery.
আর মোবাইলের সুরক্ষার জন্য মোবাইলের পেছনে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর।
Vivo Xplay 5 Elite ডিভাইসে রয়েছে এ্যন্ড্রয়েড ৫.১ ললিপপ। ডিভাইসটিতে রয়েছে Vivo Fun-touch UI যা Split Multi tasking support করে। Vivo Xplay 5 Elite এ ব্যবহার করা হয়েছে quad-core Kryo processor এবং জি.পি.ইউ ব্যবহার করা হয়েছে Adreno 530.
বাংলাদেশী টাকায় এই ডিভাইসটির দাম পড়বে প্রায় ৫০ হাজার টাকা।
চলুন এখন VIVO Xplay 5 সম্পর্কে একটু জেনে নেই:
** 5.43” Super Amoled qUAD HD Display
** 6 GB of Ram
** Qualcomm Snapdragon 652
** 128 GB non Expandable ROM
** Finger Print Scanner on back
এই ভার্সনটিতে প্রায় সব কিছুই সেম, শুধু মাত্র চিপসেটে কিছুটা পার্থক্য রয়েছে Snap dragon 820 এর যায়গায় ব্যবহার করা হয়েছে Snap dragon 652 chipset.
Vivo Xplay 5 এ রয়েছে octa-core processor with 4xCortex-A72 at 1.8GHz + 4xCortex-A53 at 1.4GHz, আর জি.পি.ইউ ব্যবহার করা হয়েছে Adreno 510.
বাংলাদেশী টাকায় এই ডিভাইসটির মূল্য পড়বে ৪৫ হাজার টাকার কাছাকাছি।
যদিও এই ডিভাইসটি আন্তর্জাতীক ভাবে কবে, কখন রিলিজ হবে এই বিষয়ে কোন প্রকার্ তথ্য মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান জানায়নি। তবে আমরা আশা করতেই পারি মোবাইল বিশ্বায়নের যুগে VIVO ইন্টারন্যাশনাল মার্কেট ধরবে শাওমি এবং হুয়াওয়ে এর মত।