- প্রযুক্তির কথা বলে

July 21, 2016

দেখে নিন 2016 সেরা ছয়টি স্মার্টফোন।

এই মুহূর্তে পুরো স্মার্টফোন দুনিয়ার ৮০ ভাগই দখল করে আছে গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন। প্রতিদিনই হাজির হচ্ছে হরেক রকমের ফিচার আর স্পেসিফিকেশনে তৈরি স্মার্টফোন।
দাম, ফিচার ও নানা সুযোগ সুবিধা বিবেচনায় দেখে নেওয়া যাক এ সময়ের সেরা ছয়টি অ্যানড্রয়েড স্মার্টফোন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান তৈরি করেছে এই তালিকা।

1) স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ!!!!!!!!!

পাঁচ দশমিক পাঁচ ইঞ্চির ঢাউস গ্যালাক্সি এস৯ এজ স্যামসাংয়ের সর্বশেষ ফ্ল্যাগশিপ। স্যামসাংয়ের অন্যান্য ফ্ল্যাগশিপের মতো এস৭ এজও হয়েছে খবরের শিরোনাম। সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে দুই পাশের বাঁকানো পর্দা ক্রেতা সাধারণের নজর কেড়েছে দারুণ। স্টাইলিশ এই স্মার্টফোন পারফরমেন্সের দিক থেকেও উপরের দিকে। পানিরোধী এস৭ এজকে একবার চার্জ দিয়ে ব্যবহার করা যায় পাক্কা দুই দিন। তা ছাড়া আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ রাখার কারণে অনেকের পছন্দের তালিকায় ঠাঁই করে নিয়েছে এস৭ এজ। তবে স্যামসাংয়ের অন্যান্য স্মার্টফোনের মতো এই ফোনও দামের দিক থেকে একটু বাড়তি, ৬৩৯ পাউন্ড খরচ করতে হবে এস৭ এজ কিনতে হলে।

2)এইচটিসি ১০!!!!!!!!!

এইচটিসির নতুন ফ্ল্যাগশিপ এইচটিসি ১০-এ রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা, চার জিবি র্যাম ও ৩০০০ এমএএইচের ব্যাটারী। সবদিক থেকেই বেশ উন্নত স্পেসিফিকেশন নিয়ে হাজির এইচটিসি ১০। তা ছাড়া হোম বাটনের নিচের ফিঙ্গার প্রিন্ট স্ক্যানারটিও বেশ কাজের। অন্যদিকে পরিমার্জিত অ্যানড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেম স্মার্টফোন ব্যবহারে এনেছে স্বাচ্ছন্দ্য। এইচটিসি ১০-এর দাম ৫৭০ পাউন্ড।

3)এলজি জি৫!!!!!!!!!!

অন্যান্য স্মার্টফোনের মতোই দুর্দান্ত ক্যামেরা, উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রসেসর কিংবা শক্তিশালী ব্যাটারি থাকলেও একটা দিক থেকে এলজির নির্মিত জি৫ ভিন্ন। জি৫-কে এলজি তৈরি করেছে মডুলার ফোন হিসেবে। এর নিচের অংশ অনায়াসে খুলে ফেলা যাবে। যার ফলে আলাদাভাবে নতুন কোনো হাই রেজ্যুলেশন ক্যামেরা কিংবা হাই ডেফিনেশন মিউজিক প্লেয়ার সংযুক্ত করা যাবে। তা ছাড়া জি৫-এও রয়েছে হুয়াওয়ে পি৯-এর মতো ডুয়েল ব্যাক ক্যামেরা। তবে কাজের দিক থেকে কিছুটা ভিন্ন। সাধারণ ১৬ মেগাপিক্সেল ক্যামেরার সাথে থাকছে ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এলজি ৫-এর দাম ৫০০ পাউন্ড।

4)হুয়াওয়ে পি৯!!!!!!!!!!

স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে তাদের ফ্ল্যাগশিপ পি৯ কে সাজিয়েছে ডুয়েল ব্যাক ক্যামেরা দিয়ে। একটি সাদাকালো এবং একটি রঙ্গিন ক্যামেরার সমন্বয়ে দারুণ সব ছবি তুলতে পারদর্শী পি৯। আগাগোড়া ধাতব আবরণে নির্মিত এই স্মার্টফোন। পাঁচ দশমিক দুই ইঞ্চি পর্দার ফুল এইচডি ডিসপ্লের পি৯-এ আরো সংযুক্ত আছে বেশ কার্যকরী একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। চার গিগাবাইট র্যামের পি৯ পারফর্মেন্সের দিক থেকেই বেশ এগিয়ে। স্পেসিফিকেশনের সঙ্গে হুয়াওয়ে পি৯-এর দামও বেশ মানানসই, ৪৪৯ পাউন্ড।

5)গুগল নেক্সাস ৬পি!!!!!!!!!!!!

পাঁচ দশমিক সাত ইঞ্চির ঢাউস সাইজের নেক্সাস ৬পিকে স্মার্টফোন না বলে ফ্যাবলেট বলাই শ্রেয়। গুগলের তৈরি সর্বশেষ অপারেটিং সিস্টেম মার্শম্যালো চালিত ৬পি পারফর্মেন্সের দিক থেকে বেশ চটপটে। চার্জ ধরে রাখার দিক থেকেও এটি সমীহ অর্জন করতে পারে। একবার চার্জ দিলে দুই দিনের বেশি চার্জ থাকবে এই স্মার্টফোনে। ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের নেক্সাস ৬পি-এর দাম ৪৪৯ পাউন্ড।
গুগল নেক্সাস ৫এক্স
এলজির সাথে মিলিতভাবে গুগল তাদের নেক্সাস ৫এক্স স্মার্টফোন নির্মাণ করেছে। পাঁচ দশমিক দুই ইঞ্চির নেক্সাস ৫এক্সকে বলা যায় বাজেট ফোন। কম দামের ভেতরে বেশ কিছু ভালো ফিচার যুক্ত করার প্রয়াস চালিয়েছে গুগল। গুগলের সেরা ফিঙ্গার প্রিন্ট স্ক্যানারের সাথে রয়েছে বেশ ভালো মানের ক্যামেরা। ওজনে পাতলা এই সেটে চার্জ থাকবে পুরো একদিন। তবে আলাদা করে মেমোরী যুক্ত করার সুযোগ রাখে নি গুগল। দাম রাখা হয়েছে ২৯৯ পাউন্ড।

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ