- প্রযুক্তির কথা বলে

August 01, 2016

পোকেমন গো খেলুন বাংলাদেশ থেকে ( Pokemon Go in Bangladesh)

এখনকার সময়ের গেম গুলার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে আছে পোকেমন গো। এটা মূলত জিপিএস এর উপর চলে।  এখন পর্যন্ত ৪৫-৪৬ টা দেশি এটি অবমুক্ত হয়েছে।  বাংলা দেশে এটা এখনো আসে নি।  তাইবলে যে খেলতে পারবেন না তা হয় না।  পৃথিবীতে সব সম্ভব।

তাহলে আসুন দেখা যাক গেমটি কিভাবে খেলবেন।
যা যা প্রয়োজনঃ
১। অবশ্যই রুট ইউজার হতে হবে।    ( না হলে আমাদের সাইটের রুট সম্পর্কিত পোস্ট দেখুন)
২। এক্সপোজ ইন্সটলার।  (I) ডাউনলোড (ii)ললিপপ
৩। PokemonGo Joystick Fake GPS. ( Download)
৪। পোকেমন গো।  ( ডাউনলোড)

কার্যপদ্ধতিঃ 
১। প্রথমে এক্সপোজ ইন্সটলার অ্যাপ টি ফোনে ইইন্সটল  করুন।
২। এবার PokemonGo Joystick Fake GPS অ্যাপ টি ইন্সটল করুন।
৩। এবার এক্সপোজ ইন্সটলার এ গিয়ে Firmwork option থেকে Update / install করুন। একবার রিবুট হবে।
৪। আবার এক্সপোজ ইন্সটলার এ গিয়ে মডিউল অপশন এ গিয়ে PokemonGo Joystick Fake GPS এটি মার্ক করে রিবুট করুন।

৫। এবার ডাটা এবং ডেভালপার অপশন থেকে Allow mock location অন করুন।
৬। PokemonGo Joystick Fake GPS ওপেন করুন।

৬। এবার নিউইয়র্ক বা জার্মানি অর্থাৎ যে যে দেশে রিলিজ হইসে সে দেশের লোকেশন সেট করে Fix here option tap করুন।

৭। এবার  জয়স্টিক অন করুন।

ব্যাস এবার পোকেমন গো অন করে খেলা শুরু।


Contuct us 
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ