- প্রযুক্তির কথা বলে

August 03, 2016

খুব সহজে ঘরোয়া উপায়ে নিজেই বানিয়ে নিন এসি (How to make an AC by yourself )

অল্প কিছু উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন এই এসি।আসুন জেনে নেই-
যা যা লাগবে:
একটি প্লাস্টিকের ড্রাম
একটি মোটা পাইপ
ছোট ফ্যান
গর্ত করার জন্য ড্রিল
করাত
টেপ
বরফের টুকরো
যেভাবে তৈরি করবেন:
১। প্রথমে ফ্যানের সাইজে ড্রামের ঢাকনার মুখটা কেটে নিন।
২। তারপর ঢাকনার ভিতরে দুইপাশে টেপ লাগিয়ে নিন।
৩। ঢাকনার উপরে ফ্যানটি উল্টো করে টেপ দিয়ে লাগিয়ে নিন।এমন ভাবে টেপ লাগাবেন যেন বাতাস বের হতে না পারে।
৪।এবার ড্রামের নিচের অংশে  মাঝারি আকৃতির তিনটি গর্ত করুন(ছবির মত করে)।
৫। প্লাস্টিকের পাইপ কেটে প্রায় সমান তিন টুকরো করে নিন।
৬। পাইপ তিনটি ড্রামের তিনটি গর্তের মধ্যে ঢুকিয়ে ভিতরে বাহিরে  টেপ দিয়ে লাগিয়ে নিন।এমন ভাবে টেপ লাগাবেন যেন বাতাস বের হতে না পারে।
৭। এবার বরফের টুকরোগুলো ড্রামে দিয়ে ঢাকনা লাগিয়ে নিন।
৮। ঘরে যেকোন এক কোণায় এটি রাখুন। ঢাকনার সাথে লাগানো ফ্যানটি সুইচে লাগিয়ে দিন।
৯। ব্যস তৈরি হয়ে গেল এসি।
১০। বরফের টুকরো যত বেশি দিবেন ঘর তত দ্রুত ঠান্ডা হবে।আপনিও তত আরাম পাবেন।তাহলে আর দেরি নয়, আজই বানিয়ে ফেলুন।
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ