ডাউনলোড করে নিন একটি ছোট software আর জেনে নিন পৃথিবীর কোথায় কখন কত মাত্রার ভূমিকম্প হয়েছে
পৃথিবীতে প্রায় প্রতি ঘন্টায় কয়েকটি করে ভূমিকম্প হয়ে থাকে । তবে এর বেশির ভাগেরই মাত্রা খুবই সামান্য । অনেক তাই এগুলো কোনো সংবাদ মাধ্যমে আসে না । কিন্তু ভুজরিপতাত্তিক সংস্থা গুলো 24 ঘন্টাই এগুলো মনিটর করে।
আপনাদের আমি আজ ছোট একটা এপ দিচ্ছি যা প্রথিবীর কোথায় কখন ভূমিকম্প হয়েছে এবং তা কত মাত্রার তা জানিয়ে দিবে। আপনার এলাকা থেকে ভূমিকম্পের কেন্দ্রের দুরুত্ব ও এই apps জানিয়ে দিবে । Apps টির নাম হলো Earthquake Alert এটি ডাটা সংগ্রহ করে usgs থেকে তাই তথ্য একদমই নির্ভুল বলা যায় । আজ মিয়ানমার ভূমিকম্পের একটু পরেই আমার মোবাইলে পুশ নোটিশ আসে সেটি দিয়েছিলো এই Apps টি , আর সাথে সাথে জানতে পারি ভূমিকম্পের ডিটেলস ,তখনও সবই সংবাদ মাধ্যম এ শিরোনাম দিচ্ছিল ভূমিকম্প অনুভূত কিন্তু বিস্তারিত কিছু নেই । যাইহোক Download লিংক দিয়ে দিচ্ছি
Download Link : https://play.google.com/store/apps/details?id=com.joshclemm.android.quake&hl=en
717, AR, daily science, Tips