'Xposed installer' কী?এটি কীভাবে ব্যবহার করা যায় ৷(What is Xposed Installer?How to use Xposed?
Xposed framework হল বর্তমানে জনপ্রিয় একটি কাস্টমাইজেশন টুল যাতে বিভিন্ন মডিউল ইউজ করে রুটেড এন্ড্রয়েড স্মার্টফোনের সম্পূর্ণ ইউজার ইন্টারফেস যেমনঃ স্ট্যাটাসবার, ন্যাভিগেশন বার, লক স্ক্রিন সহ অনেককিছু পরিবর্তন করা যায়। আবার মাল্টি উইন্ডো , 5×5 প্যাটার্ন, RootCloak এর মত দারুণ জিনিস ব্যবহার করা যায়।
কিভাবে Xposed Framework ইন্সটল করবেনঃ
এখানে ক্লিক করে Xposed Installer ডাউনলোড করে নিন।
ইন্সটল হলে ওপেন করুন, রুট এক্সেস চাইলে দিন। এবার এটার ইউজার ইন্টারফেসের কিছু জিনিস জানা যাক।
Framework: যেখান থেকে আমরা Xposed Framework ইন্সটল করবো। এই ফ্রেমওয়ার্ক ছাড়া পরবর্তীতে ইন্সটল করা মডিউল গুলো চলবে না।
Modules: মডিউল হল যা মোবাইলে বিভিন্ন ফাংশন এড করবে, আর ফ্রেমওয়ার্ককে কাজে লাগিয়ে মোবাইলের ইন্টারফেস চেঞ্জ করবে। ফ্রেমওয়ার্ক ইন্সটল করেই সব কাজ শেষ না, ওটা শুধু একটা প্ল্যাটফর্ম, যেটা আমাদের ডাউনলোড করা মডিউল গুলো চালাতে সাহায্য করবে।
Download: এখান থেকে আপনি পছন্দের মডিউল ডাউনলোড করতে পারবেন। এখানে অনেকগুলোর লিস্ট আছে, সাথে কি কি করা যায় তার বর্ণনাও।
Framework এ ঢুকেন, “Install/Update” বাটনে ক্লিক করেন। ফ্রেমওয়ার্ক ইন্সটল হবে। Reboot করতে বলবে, Reboot করে আবার এখানে আসেন।
এখন বলা যাক কি করা যায় Xposed Framework দিয়েঃ আশা করি বুঝে গেছেন যে এখানে ফ্রেমওয়ার্কের কোন ভুমিকা নাই, সব কাজ মডিউলের। তাই Download থেকে বিভিন্ন মডিউল ডাউনলোড করে দেখেন, অনেক নতুন নতুন কিছু পাবেন। আমি আপনারদের কিছু নাম বলে যেতে পারি। Xblast Tools, RootCloak, Exthemer (সুন্দর ব্যাটারি আইওকন ও নেটওয়ার্ক বার), ExThemer 2, XthemeEngine (এটা ডাউনলোডে পাবেন না, Google করেন, লিঙ্ক পাবেন, খুব সুন্দর থিম ব্যবহার করা যায়)