নতুন যেসব ফীচার নিয়ে আসছে এন্ড্রয়েড নুগাটে (Whats new in Android 7.0 Nougat)
প্রযুক্তি দুনিয়াকে তাক লাগিয়ে নতুন অ্যান্ড্রয়েড ভার্সনের নাম নুগাট ঘোষনা করে গত ৩০'শে জুন ৷নেক্সাস স্মার্টফোন ব্যবহারকারীরা হয়তো এ মাসেই আপডেট করিয়ে নিতে পারবেন ৷ চলুন দেখে এক নজরে দেখে আসি কী কী থাকছে অ্যান্ড্রয়েড ৭·০'তে ৷
১৷ রাতে অতিরিক্ত ব্রাইটনেস থেকে চোখকে বাঁচানোর জন্য থাকছে Night Mode Feature.
২৷স্পেশাল সিকিউরিটি হিসেবে থাকছে Seamless Update* সুবিধা ৷
৩৷রিসেন্ট বাটনে দুবার প্রেস করলেই চলে যাবেন পূর্বের রানিং অ্যাপসে৷
৪৷থাকছে মাল্টি উইন্ডো ব্যবহারের সুযোগ,ফলে একাধিক কাজ করতে পারবেন একসাথে ৷
৫৷VR technology Supported, মোবাইলেই উপভোগ করতে পারবেন ভার্চুয়াল রিয়েলিটির মতো ফিচার ৷
৬৷মেনু বাটনে রয়েছে সিস্টেম সেটিংস অপশন,যেকোন জায়গা থেকেই যেতে পারবেন সেটিংসে৷
৭৷নোটিফিকেশন প্যানেলে রয়েছে সামান্য নতুনত্ব ৷মেসেজের রিপ্লে নোটিফিকেশন প্যানেল থেকেই দিতে পারবেন ৷এছাড়াও রয়েছে নোটিফিকেশন ফিল্টারিং সিস্টেম, যেটার মাধ্যেমে Blocked,Min importance,Low importance,Normal importance,High importance,Urgent importance নোটিফিকেশনগুলো ফিল্টার করতে পারবেন ৷
৮৷রয়েছে এনার্জি সেভিংস ডোজ মোড ৷ ফলে,ললিপপ বা মার্সেম্যালোর মতো অটোমেটিক ব্যাটারি ড্রেইন হবে না৷
৯৷রয়েছে থ্রিডি চাস সাপোর্টিং সুবিধা ৷
১০৷থাকছে Svelte design,ফলে নিম্নমানের ফোনেও পাবেন হাই পারফরমেন্স ৷
* 'Seamless updates' mean that your phone will download new software images in the background and prepare them for the next time you restart your device.