- প্রযুক্তির কথা বলে

August 04, 2016

নতুন যেসব ফীচার নিয়ে আসছে এন্ড্রয়েড নুগাটে (Whats new in Android 7.0 Nougat)

প্রযুক্তি দুনিয়াকে তাক লাগিয়ে নতুন অ্যান্ড্রয়েড ভার্সনের নাম নুগাট ঘোষনা করে গত ৩০'শে জুন ৷নেক্সাস স্মার্টফোন ব্যবহারকারীরা হয়তো এ মাসেই আপডেট করিয়ে নিতে পারবেন ৷ চলুন দেখে এক নজরে দেখে  আসি কী কী থাকছে অ্যান্ড্রয়েড ৭·০'তে ৷
১৷ রাতে অতিরিক্ত ব্রাইটনেস থেকে চোখকে বাঁচানোর জন্য থাকছে Night Mode Feature.
২৷স্পেশাল সিকিউরিটি হিসেবে থাকছে Seamless Update* সুবিধা ৷
৩৷রিসেন্ট বাটনে দুবার প্রেস করলেই চলে যাবেন পূর্বের রানিং অ্যাপসে৷
৪৷থাকছে মাল্টি উইন্ডো ব্যবহারের সুযোগ,ফলে একাধিক কাজ করতে পারবেন একসাথে ৷
৫৷VR technology Supported, মোবাইলেই উপভোগ করতে পারবেন ভার্চুয়াল রিয়েলিটির মতো ফিচার ৷
৬৷মেনু বাটনে রয়েছে সিস্টেম  সেটিংস অপশন,যেকোন জায়গা থেকেই যেতে পারবেন সেটিংসে৷
৭৷নোটিফিকেশন প্যানেলে রয়েছে সামান্য নতুনত্ব ৷মেসেজের রিপ্লে নোটিফিকেশন প্যানেল থেকেই দিতে পারবেন ৷এছাড়াও রয়েছে নোটিফিকেশন ফিল্টারিং সিস্টেম, যেটার মাধ্যেমে Blocked,Min importance,Low importance,Normal importance,High importance,Urgent importance নোটিফিকেশনগুলো ফিল্টার করতে পারবেন ৷
৮৷রয়েছে এনার্জি সেভিংস ডোজ মোড ৷ ফলে,ললিপপ বা মার্সেম্যালোর মতো অটোমেটিক ব্যাটারি ড্রেইন হবে না৷
৯৷রয়েছে থ্রিডি চাস সাপোর্টিং সুবিধা ৷
১০৷থাকছে Svelte design,ফলে নিম্নমানের ফোনেও পাবেন হাই পারফরমেন্স ৷
* 'Seamless updates' mean that your phone will download new software images in the background and prepare them for the next time you restart your device.

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ