- প্রযুক্তির কথা বলে

October 02, 2016

Android ফোনকে যেভাবে scanner হিসাবে ব্যবহার করবেন

বইয়ের পাতা কিংবা নথিপত্রের ডিজিটাল অনুলিপি নিজের কাছে রাখার জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন হতে পারে কার্যকরী এক মাধ্যম।আর এটি সম্ভব ছোট একটি apps দিয়ে l apps টির নাম  FineScanner - docs recognition ,পূর্বে apps টি শুধু iphone এ ব্যবহার কড়া গেলেও এখন android অপারেটিং সিস্টেম এই apps সমর্থন কররে l এবার  দেখা যাক apps টিতে কি কি সুবিধা রয়েছে

যে সুবিধা গুলো পাবেন :-

এবিবিওয়াইওয়াই ফাইন স্ক্যানার নামে যে অ্যাপটি আগে, শুধু আইফোন বা আইপ্যাডে পাওয়া যেত, এখন সেটি অ্যান্ড্রয়েডেও ব্যবহার
করা যাবে। ফলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন স্ক্যানারের ভূমিকায় কাজ করবে।
•অ্যাপটিতে ফিল্টার, পটভূমি সংশোধন, ক্রপ করার সুবিধা আছে।
• এবং জেপিইজি বা পিডিএফ আকারে অনুলিপি সংরক্ষণের সুবিধা আছে।
সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান এবিবিওয়াওয়াইয়ের ফাইন স্ক্যানার ডকস রিকগনিশন অ্যাপটি পাওয়া যাবে http://goo.gl/hx1fIo ঠিকানায়।



কিভাবে ব্যবহার করবেন :

অ্যাপটি ইনস্টল করার পর চালু করুন। পূর্ণ সংস্করণে যাওয়ার জন্য একটি অপশন আসবে, এড়িয়ে যান।
ফলে বিনা মূল্যে ব্যবহারের জন্য স্ক্যানিংয়ের পর্দা দেখাবে। তখন ক্যামেরা বোতামে চাপ দিয়ে প্রয়োজনীয় নথি স্ক্যান করে নিন। নিচের দিকে কোনো বিজ্ঞাপন থাকলে সেটাও এড়িয়ে যান। তাহলেই apps টি ফ্রি বেবহারের ফীচার উন্মুক্ত হবে l এখন শুরুতেই ফোনের ক্যামেরা ব্যবহার করে ফাইল গুলো স্ক্যান করে নিন lঅটো ক্রপ অথবা ম্যানুয়ালি ক্রপ করে নিনl এরপর কালার ঠিক করে নিন আমার মতে grayscale অপসন টি এক্ষেত্রে বেটার   তারপর docs ,পিডিএফ অথবা আপনার পছন্দের ফরমেট এ save করুন l

যেসব সুবিধা পাবেন :-

•স্বয়ংক্রিয় ক্রপ সুবিধার মাধ্যমে বাড়তি বা অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া যাবে।

•স্ক্যানিংয়ের সময় নিচের দিকটা অন্ধকার থাকলে ফ্ল্যাশ বোতাম চেপে ক্যামেরার ফ্ল্যাশ আলো জ্বালানোর ব্যবস্থা আছে।

•যতগুলো ফাইল স্ক্যান করা হয়েছে তার সংখ্যাবাচক লেখা স্ক্যান বোতামের পাশেই দেখাবে। এতে স্পর্শ করে স্ক্যানকৃত অনুলিপিগুলো কেমন হয়েছে তা দেখা যাবে,

• আবার বিন আইকনে চাপ দিয়ে কোনোটি মুছেও ফেলা যাবে। আর ফিল্টার বোতাম দিয়ে মূল ছবি, সাদা-কালো, গ্রেস্কেল বা রঙিন আবহে দেখা বা সংরক্ষণের ব্যবস্থাও আছে।

•ক্রপ ও রোটেট সুবিধার মাধ্যমে অনুলিপিটি কাটছাঁট বা দিক পরিবর্তন করা যাবে।

•সবশেষে তিনটি ডট দেওয়া বোতামে চাপ দিয়ে সেটি কারও সঙ্গে ভাগাভাগি করা, অতিরিক্ত পাতা সংযোজন, নাম পরিবর্তন বা এর বৈশিষ্ট্যসমূহ দেখা যাবে।

Screen shot : 


লিখেছেন : M Hasan Miskat


 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ