Ads এবং Auto App ইনস্টল থেকে নিয়ে নিন চিরতরে মুক্তি!!! [How to get rid Of Ads & Auto App Install Of Android]
(টেকপ্রকাশ) আসসালামুআলাইকুম,
আজ আপনাদের Android এর বিশেষ কিছু সমস্যার সমাধন দিতে যাচ্ছি যদি কোনো প্রকার ডাউট থাকে তাহলে কমেন্ট করবেন অথাবা ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, ধন্যবাদ
Android এর কিছু সমস্যাঃ
প্রথমত জানতে হবে আসলে Android এর জন্য কি ভাইরাস আছে?
- না, কম্পিউটার এর মত Android এর জন্য কনো ভাইরাস নাই।
তবে কিছু কিছু জিনিস আছে যেটা আপনার ফোনের এবং আপনার প্রাইভেসির জন্য খুবই ক্ষতিকর আর কিছু জিনিস বিরক্তিকর।
অতি সাধারন কিছু সমস্যা গুলো হলঃ
১। ব্রাউজার এর ব্রাউজ করার সময় বিরক্তিকর ADs. ট্যাপ করলেই অন্য পেজ এ চলে যায়, নতুন ট্যাব ওপেন হয়, ফোন ভাইব্রেট করে, অটো বিভিন্ন কন্টেন্ট ডাউনলোড হয়।
সমাধানঃ
App: Adguard Premium
প্লে স্টোরে পাবেন না। গুগল থেকে ডাউনলোড করে নিবেন।
যেভাবে কাজ করেঃ এটা ভিপিএন পারমিশন নিয়ে নেট কন্টেন্ট থেকে অ্যাড ফিল্টার করে, যার ফলে কোনো অ্যাপ বা ব্রাউজার এ অ্যাড শো করে না। আর যেহেতু অ্যাড শো করে না তাই অ্যাড এ যে ডাটা খরচ হয় সেটা বেঁচে যায়।
২। হটাত করে দেখা যায় ডাটা অন করার পর আপনা আপনি অ্যাপ ইন্সটল হয়ে গেছে।
সমাধানঃ #প্রথমত, ফ্রি মানি, যৌন স্বাস্থ্য, HD ভিডিও টাইপের ফালতু কোনো অ্যাপ ডাউনলোড করবেন না।
#Kaspersky অথবা Malwarebyts এন্টিভাইরাস ব্যবহার করবেন। যে অ্যাপ গুলা হার্মফুল সেগুলো আনইন্সটল করবেন।
#Unknown Source off রাখবেন।
৩। আরেকটা সমস্যা হলো unfortunately com.অমুক প্রসেস স্টপড।
একমাত্র সমাধান ওইটা আনইন্সটল করা।
#Super Tips : [[রুটেড ফোনের জন্য]] ফোনে যদি খুবই সমস্যা হয় তবে Kaspersky এন্টিভাইরাস (এর ৩০ দিনের প্রিমিয়াম ফ্রি) দিয়ে /device অর্থাৎ সিস্টেম ফাইল স্ক্যান করে থ্রেট গুলা ডিলিট করবেন।
# com.adobe***, com.search service, com.settings service , com.apphelperg. etc টাইপের অ্যাপ গুলা ফোল্ডার সহ ডিলিট করবেন।
আমি প্রায় সবগুলা Top এন্টিভাইরাস ইউজ করছি Kaspersky, Avast, 360 , AVG, Dr.Web, LookOut security, CM security, ESET, Norton, Malwarebytes, Torjon killer ETC.
এর মধ্যে, Kaspersky আর Malwarebyts কার্যকরী বেশী।
Posted By: S@bb!r
Edited By: Sahin
post Tags:
[Antivirus ]
[Remove Ads]