কোনো সফ্টওয়ার ছাড়াই রাইট করুন ডিভিডি
(টেক প্রকাশ) আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আপনাদের জন্য একটি অসাধারণ টিউন নিয়ে হাজির হলাম। হেডলাইন দেখে হয়ত অনেকেই বুঝে গেছেন টিউনটি কি নিয়ে।
আজকের টিউটরিয়াল টি হল কিভাবে Nero বা অন্য কোন সফ্টওয়ার ব্যবহার না করে আমাদের প্রয়োজনীয় কোন ডাটা ডিভিডি তে সংরক্ষণ করে রাখব। এজন্য শুধু একটি খালি ডিভিডি লাগবে।
প্রথমে আপনি আপনার কম্পিউটারের ডিভিডি রাইটারে খালি ডিভিডিটি ইন করান।
আজকের টিউটরিয়াল টি হল কিভাবে Nero বা অন্য কোন সফ্টওয়ার ব্যবহার না করে আমাদের প্রয়োজনীয় কোন ডাটা ডিভিডি তে সংরক্ষণ করে রাখব। এজন্য শুধু একটি খালি ডিভিডি লাগবে।
প্রথমে আপনি আপনার কম্পিউটারের ডিভিডি রাইটারে খালি ডিভিডিটি ইন করান।
তারপর Burn files to disk এ Click করুন।
এখানে আপনি আপনার Disk title দিয়ে Next দিন।
ফরমেট হওয়ার জন্য অপেক্ষা করূন।
ফরমেট শেষ হলে নিচের চিত্রের মত আসবে।
ফরমেট শেষ হলে নিচের চিত্রের মত আসবে।
এবার আপনে আপনার ডাটাগুলো কপি করে ডিভিডি তে পেস্ট করুন। অথবা আপনার ফোল্ডার টি তে রাইট ক্লিক করে আপনার ডিভিডি টি দেখিয়ে দিন। ফাইলগুলো কপি শেষ হবার পর আপনার ডিভিডিটি বের করে নিন। এই পদ্ধতিতে আপনি আপনার ডিভিডি থেকে ডাটাগুলো ডিলেট বা ফরমেট করে পুনরায় নতুন ডাটা রাখতে পারবেন।
Emran jakir
(পোষ্ট ট্যাগ)
DVD write
CD write without nero
Emran jakir
(পোষ্ট ট্যাগ)
DVD write
CD write without nero