Predrive কে রক্ষা করুন অটোরান virus থেকে
আমাদের ব্যবহৃত পেনড্রাইভ নানা সমস্যায় আক্রান্ত হয় তবে সাধারণত autorun.inf ভাইরাসে বেশি আক্রান্ত হয়। ভাইরাসটির আক্রমণ থেকে রক্ষা পেতে পারেন খুব সহজেই ।
এজন্য আপনাকে যা করে হবে :
পেনড্রাইভে autorun.inf নামে একটা ফোল্ডার তৈরি করে রাখুন।তাহলে এর জায়গায় autorun.inf ভাইরাসটি নিজস্ব ফাইল তৈরি করতে পারবে না। কারণ ফাইল কখনও ফোল্ডারকে ওভার রাইট করতে পারে না।
ফলে আপনি খুব সহজেই ভালো রাখতে পারবেন আপনার পেনড্রাইভ ।