- প্রযুক্তির কথা বলে

July 28, 2016

শিগগিরই ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে!

জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপ পিসির ব্রাউজারে ওয়েব ক্লায়েন্টের মাধ্যমে সীমিত পরিসরে চালানো গেলেও বেশি ব্যবহৃত হয় স্মার্টফোনে। তবে সম্প্রতি টুইটারে এক পোস্টে ফাঁস হয়েছে যে, হোয়াটসঅ্যাপ শিগগিরই উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য পরিপূর্ণ ফিচারের ডেস্কটপ অ্যাপ্লিকেশন নিয়ে আসছে।

জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপ পিসির ব্রাউজারে ওয়েব ক্লায়েন্টের মাধ্যমে সীমিত পরিসরে চালানো গেলেও বেশি ব্যবহৃত হয় স্মার্টফোনে। তবে সম্প্রতি টুইটারে এক পোস্টে ফাঁস হয়েছে যে, হোয়াটসঅ্যাপ শিগগিরই উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য পরিপূর্ণ ফিচারের ডেস্কটপ অ্যাপ্লিকেশন নিয়ে আসছে।

ফাঁস হওয়া তথ্য সত্যি হলে মেসেজিং, ফাইল শেয়ারিংসহ সবই করা যাবে এখানে। ইতিমধ্যেই অ্যাপ্লিকেশনগুলোর বেটা সংস্করণ তৈরি হয়েছে বলে জানানো হয়। নতুন এই অ্যাপ্লিকেশন উম্মুক্ত করা হলে পিসিতেই ডকুমেন্ট শেয়ারিং, ভয়েস কল, চ্যাটিং করা যাবে অনায়াসেই।

এছাড়া শিগগিরই হোয়াটসঅ্যাপ আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারিদের জন্য ভয়েস মেইল এবং জিপ ফাইল শেয়ারের সুবিধা নিয়ে আসছে।

সুত্রঃ টাইমস অব ইন্ডিয়া

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ