সেন্সর পর্ব ৩
Proximity Sensor (প্রক্সিমিটি সেন্সর) কি?
আজকাল অধিকাংশ স্মার্টফোনের অন্যতম একটি কমন ফিচার হল প্রক্সিমিটি সেন্সর। প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করা হয় মানুষের কানের উপস্থিতি বুঝতে। এই সেন্সর ব্যবহারের ২ টি উদ্দেশ্য আছেঃ কানের কাছাকাছি আনা হলে LED backlight বন্ধ করে দিয়ে পাওয়ার কনসামশন কমানো এবং কথা বলার সময় টাচস্ক্রিন disable করে দেওয়া, যাতে আপনার চিবুক বা কানের কারণে কোনো ‘টাচ’ না লাগে, যাতে কোনো উদ্ভট ছবি দেখে আপনার বলতে না হয়, “আমি তুলি নাই, আমার কান তুলছে!” :v
চার ধরণের টেকনোলজি ব্যবহার করে করা যায় এই প্রক্সিমিটি সেন্সিংঃ
ইলেকট্রিকাল (ধারক কিংবা আবেশক ব্যবহার করে)
অপটিক্যাল (IR কিংবা Laser ব্যবহার করে)
ম্যাগনেটিক
শব্দ তরঙ্গ
এদের মধ্যে IR-based সেন্সরগুলো সবচেয়ে কম খরচে ব্যবহার করা যায়। এবং এগুলো মোটামুটি ৫ সেন্টিমিটার দূরত্ব পর্যন্ত ডিটেক্ট করতে পারে।
উদাহারণস্বরূপ ধরা যাক, একটি ডিভাইসে স্পিকারের কাছাকাছি GP2A chip সেট করা আছে। এই চিপের জন্য স্বাভাবিক আলোক প্রতিক্রিয়া এমন ভাবে সেট করা থাকে যেন এটি ৫ সেন্টিমিটার দূরত্ব পর্যন্ত কোনো প্রতিবন্ধক ডিটেক্ট করতে পারে।
তাই একজন ইউজার যখন কল রিসিভ করে স্মার্টফোনটি তার কানের কাছে আনে, তখন এই সেন্সরের চারপাশের আলোক তীব্রতা Threshold-এর নিচে নেমে যায় এবং চিপ এটি বুঝতে পেরে Far থেকে Near-এ সুইচ করে।
এটি একটি boolean-sensor এর মত কাজ করে, অর্থাৎ এর কেবল দুইটি মান থাকেঃ Far এবং Near. যখন আলোক তীব্রতা এর threshold মানের চেয়ে বেশি থাকে তখন এই মান হয় Far. এবং যখন threshold মানের নিচে নেমে যায় তখন এর মান হয় Near.
The actual value of threshold is custom-defined depending on the sensor-chip in use and its light-response, coupled with the location & orientation of the chip on the smart-phone body.