স্মার্টফোন পানিতে ভিজলে যা করবেন
(টেকপ্রকাশ) আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন একটি অতি প্রয়োজনীয় এবং প্রিয় বস্তু। অনেক সাবধানে রাখার পরও কিছু কিছু সময়ে অসাবধানতাবশত এটি পানিতে পড়ে বা ভিজে যেতে পারে।
আপনার স্মার্টফোনটি পানিতে ভিজে গেল, কী করবেন সে ক্ষেত্রে? মাথা খারাপ করার প্রয়োজন নেই।
জেনে নিন, কী করলে আপনার ফোনটি ঠিক হতে পারে।
১. যত দ্রুত সম্ভব ফোনটি পানি থেকে তুলে নিন। গা থেকে পানি মুছে নিন শুকনো কিছু দিয়ে।
২. ফোনটি বন্ধ আছে কি না, তা নিশ্চিত করুন।
৩. যত দ্রুত সম্ভব ব্যাক প্যানেল, ব্যাটারি, সিম এবং
মাইক্রো এসডি কার্ড খুলে ফেলুন।
৪. একটি শুকনো টিস্যু দিয়ে পুরোটা ভাল করে মুছে নিন।
৫. ব্লো ড্রায়ার দিয়ে ফোন শুকোবেন না।
৬. মিনি ভ্যাকুয়াম ক্লিনার থাকলে ২০ মিনিট ধরে
ব্যবহার করুন।
৭. চালের মধ্যে ফোনটি দিন তিনেক রেখে দেখতে পারেন।
৮. সিলিকা প্যাকেটের মধ্যেও রাখতে পারেন।
৯. এর পরে সূর্যের তাপে রাখুন। বাকি ময়েশ্চার শুকিয়ে যাবে।
১০. এর পরেও কাজ না-করলে, নতুন ব্যাটারি ব্যবহার করুন।
১১. তাতেও কাজ হচ্ছে না? এবার একটা নতুন ফোন কিনে নিন। অথাবা, কাস্টমার কেয়ার বা ভালো কোনো ম্যাকানিক এর দোকানে কাছে যান।
ধন্যবাদ।
আরো নতুন নতুন সম্যসার সমাধান পেতে এবং টেকনোলজি বিষয়ে আপ টু ডেট থাকতে নিয়মিত ভিজিট করুন টেক প্রকাশ
Author : S@bb!r
ট্যাগ ( সল্যুশন )