- প্রযুক্তির কথা বলে

October 24, 2018

কিভাবে গ্রামীণফোনের প্রমোশনাল এসএমএস বন্ধ করবেন ( How to stop gp promotional sms )

আমাদের ফোনে প্রায় প্রতিদিনই গ্রামীণফোনের promotional বা কিছু offer এর sms আসে । অনেকের এগুলো কাজে লাগে না ,কিন্তু সবসময় এসএমএস আসার কারণে বিরক্ত বোধ করেন । তারা চাইলে promotional এসএমএস বন্ধ রাখতে পারেন ।

promotional sms বন্ধ করতে dial করুন  *121*1101#
আবার চালু করতে dial করুন  *121*1102#


# how to stop gp offer sms
#how to stop Grameenphone promotional sms
# how to stop gp promotional sms

# জিপি অফার  এসএমএস  বন্ধ করুন

-সজীব 

October 13, 2018

সবচেয়ে ফাস্ট মোবাইল browser

আমরা অনেকেই  সস্লো ইন্টারনেটের কারণে browsing করার সময় বিরক্ত বোধ করি । এছাড়াও প্যাকেট ডাটা কিনে browse করতে গেলে ডাটা saver খুব জরুরী হয়ে পড়ে ,সেই ক্ষেত্রে  অপেরা ,uc ভালো সলিউশন হলেও ,browsing স্পীড বেশ কম ।


techprokash এডিটরদের মতে ,puffin browser অন্যদের পিছনে ফেলেছ যোজন যোজন  ,puffin এর browsing স্পীড অপেরা থকে প্রায় 5 গুণ ,uc থেকে প্রায় 3 গুণ ফাস্ট ,আর ডাটা সভিং feature তো রয়েছেই ,যা দিয়ে 90 ভাগ পর্যন্ত data সাশ্রয়  হবে ।
puffin  এর নিজস্ব ক্লাউড সার্ভার থাকায় এটি অন্যদের তুলনায় অনেক ফাস্ট ।



এক নজরে ভালো দিক গুলো :
1 - সুপার ফাস্ট ,0.5 - 2  সেকন্ড এ যে কোন পেজ লোড করে ,এমনকি স্লো নেট কানেকশেন থাকলেও
2 - 90 % পর্যন্ত data সভিং ( সেটিংস অনুযায়ী )
3 - data খরচ ছাড়াই drive এ file ডাউনলোড করা যায় ।
4 - পপ আপ সহ বেশীরভাগ add ব্লক করে
5 -  ক্লাউড সার্ভার ইউজ করায় ,নিমিষেই পেজ লোড করে ।


অসুবিধা সমূহ :
1 - ডাউনলোড pause করার অপ্শন নেই ,তাই ফেল হলে আবার ডাউনলোড শুরু থেকে করতে হবে 2- নেট ওয়ার্ক stable না হলে কানেক্ট হয় না ।

ফ্রী ভার্সন প্লে স্টোর থেকে নিতে পারেন তবে ফ্রী ভার্সন এ শুধু পপ আপ অ্যাড ব্লক হবে ,প্রো ভার্সন এর অ্যাড ব্লক যথেষ্ট  কার্যকরি ।
 প্রো ভার্সন  Download

-সজীব


#fastest Android Browser
#data saving Browser
#top mobile browser


Can't Create Folder problem on Windows -solve

01. Please Open (RUN) Program then type - (regedit) click (OK)
02. Modify Registry Editor

03. HKEY_CLASSES_ROOT\Directory\Background\sellex\ContextMenuHandlers


04. Select the - ContextMenuHandlers- Crate A New Key #1
05. Rename New Key #1 file to "New" only, now you can see a default folder




06. Right Button Click or Modify of default file .with this value {D969A300-E7FF-11d0-A93B-00A0C90F2719}

January 21, 2018

বাফারিং ছাড়া বুন্দেসলীগা , ইংলিশ প্রিমিয়ার লিগ এবং সিরিয়া live দেখুন

আমাদের অনেকেই ফুটবল ফ্যান ,কিন্তু খেলার সময় প্রয়োজনীয় চ্যানেল খুঁজে পাই না l বিশেষ করে বুন্দেসলীগা দেখতে অনেকেরই বেগ পেতে হয় l আবার অনেকেই অনলিনে দেলা দেখতে চান ..তাদের জন্য এই টিউন l
আপনাদের জন্য একটা রাশিয়ান apps এর লিংক দিচ্ছি ,এটার মাধ্যমে বাফারিং ছাড়াই hd তে খেলা দেখা যাবে l


**প্রথমেই নিচের লিংক থেকে apps টি ডাউনলোড করে নিন 
**এবার apps টি open  করুন , apps টি রুশ ভাষায় হবে  আর এখানে অনেক গুলো চ্যানেল আছে ,খেলার চ্যানেল খুঁজে পেতে বেগ পেতে পারেন তাই স্ক্রিন শট গুলো দেখুন 
***চ্যানেল স্ক্রোল করুন পর পর ৩ টি সবুজ রঙের চ্যানেল  লক্ষ্য করুন নাম অনেকটা mTY6-1
mTY6-2 ,mTY6- 3 এরকম ,এগুলো খেলার চ্যানেল ।

এগুলো হচ্ছে Match football 1,Matchfootball 2 ,Match tv এর লোগো :
  










এবার প্লে বাটন ক্লিক করুন l আর স্ট্রিমিং উপভোগ করুন । 



***এই ৩ চানেলেই বুন্দেসলীগা এবং ইংলিশ চ্যানেলের প্রায় সব খেলা দেখা যাবে ,এছাড়াও বাড়তি খেলার চ্যানেল স্ক্রল করে দেখতে পারেন l 



*** apps টির জন্য বিশেষ কৃতজ্ঞতা স্বীকার করছি দিদার আল ফারুক এর কাছে 
আর apps বিষয়ক যে কোনো প্রব্লেম হলে কমেন্টে জানান 

- সজীব 

September 29, 2017

এখন Sms করে জেনে জেনে নিতে পারেন আপনার ক্রয়কৃত samsung পণ্যটি আসল কিনা ?

Original samsung

আসল পণ্য ক্রয় নিশ্চিত করার জন্য স্যামসাং ক্রেতাদের জন্য একটি "আসল পণ্য যাচাই করন" প্লাটফর্ম চালু করেছে।
এটি একটি এসএমএস নির্ভর সেবা যেখানে ক্রেতাকে তার মোবাইল থেকে এসএমএস করতে হবে। নির্দেশনা অনুযায়ী সকল তথ্য সঠিক ভাবে দেয়া হলে সাথে সাথেই ফিরতি এসএমএস এ ক্রেতাকে পণ্যটি আসল কিনা তা জানিয়ে দেয়া হবে।
কিভাবে এসএমএস করতে হবেঃ
SCE<>product model<> product serial no. লিখে ৪৬৩৬ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএস এ ক্রেতাকে পণ্যটি আসল কিনা তা জানিয়ে দেয়া হবে।
উদাহরণ-
টিভি
SCE UA23F4003ARSER LH55389D700050  এবং পাঠিয়ে দিন ৪৬৩৬ নম্বরে।
রেফ্রিজারেটর
SCE RT27HARZASP/D2 039A46CG100059 এবং পাঠিয়ে দিন ৪৬৩৬ নম্বরে।
এয়ার কন্ডিশনার
SCE AR12MCFHDWKZ 0ENBP6PHB00012 এবং পাঠিয়ে দিন ৪৬৩৬ নম্বরে।
মাইক্রোওয়েভ ওভেন
SCE GW732KD-B/XTL J6WX7WRH400630 এবং পাঠিয়ে দিন ৪৬৩৬ নম্বরে।
ওয়াশিং মেশিন
SCE WA12J5711SG/IM 0CCY5DBH500115 এবং পাঠিয়ে দিন ৪৬৩৬ নম্বরে।
১। যদি সকল তথ্য সঠিকভাবে দেয়া হয়, তাহলে-
Reply-1
This Samsung Product is authorised for Bangladesh market.
২। যদি সকল তথ্য সঠিকভাবে দেয়া না হয়, তাহলে-
Reply-2
Sorry, this product is not authorised for Bangladesh market. Please try again or call Samsung service at 0800300300.
প্রশ্নঃ
১। এই সেবাটি কি শুধুমাত্র স্যামসাং পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য?
উঃ হ্যাঁ।
২। এই সেবাটি স্যামসাং এর কোন কোন পণ্যের জন্য প্রযোজ্য?
উঃ এটা স্যামসাং এর টিভি, রেফ্রিজারেটর, এসি, মাইক্রোওয়েভ ওভেন ও ওয়াশিং মেশিন এর ক্ষেত্রে প্রযোজ্য।
৩। 'স্যামসাং এর আসল পণ্য যাচাই করন' সেবাটি কোন কোন শপে পাওয়া যাবে?
উঃ স্যামসাং ব্র্যান্ডশপ ও স্যামসাং অনুমোদিত ট্রান্সকম, র‌্যাংগস , সিঙ্গার ও ইলেক্ট্রার যেকোনো শোরুম ও ডিলার শপে পাওয়া যাবে। এছাড়াও যে সকল শপে স্যামসাং এর পণ্য বিক্রয় করা হয় সে সকল শপেও স্যামসাং পণ্যটি আসল কিনা তা এই সেবাটির মাধ্যমে যাচাই করা যাবে।
৪। প্রোডাক্ট মডেল নম্বর ও প্রোডাক্ট সিরিয়াল নম্বর কোথায় পাবো?
উঃ প্রোডাক্ট মডেল নম্বর ও প্রোডাক্ট সিরিয়াল নম্বর প্রোডাক্টের পেছনে লাগানো আছে।
৫। 'স্যামসাং এর আসল পণ্য যাচাই করন' কি বাধ্যতামূলক?
উঃ না। তবে এর মাধ্যমে ক্রেতা আসল পণ্য কিনেছেন কিনা সেই বিষয়ে ক্রয়ের পূর্বেই নিশ্চিত হতে পারেন।
৬। স্যামসাং ব্র্যান্ডশপ ও স্যামসাং অনুমোদিত ট্রান্সকম, র‌্যাংগস , সিঙ্গার ও ইলেক্ট্রার যেকোনো শোরুম ও ডিলার শপে ক্রয়ের ক্ষেত্রে যদি সকল তথ্য সঠিক থাকার পরে ও প্রত্যাশিত নিশ্চিতকরন এসএমএস না আসে তাহলে কি করব?
উঃ সাথে সাথে বিক্রেতাকে জানান এবং তাকে তার সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে যোগাযোগ করতে অনুরোধ করুন।

(Samsung Bangladesh)


July 25, 2017

Predrive কে রক্ষা করুন অটোরান virus থেকে

আমাদের ব্যবহৃত পেনড্রাইভ নানা সমস্যায় আক্রান্ত হয় তবে  সাধারণত autorun.inf ভাইরাসে বেশি আক্রান্ত হয়। ভাইরাসটির আক্রমণ থেকে রক্ষা পেতে পারেন খুব সহজেই ।
এজন্য আপনাকে যা করে হবে :
পেনড্রাইভে autorun.inf নামে একটা ফোল্ডার তৈরি করে রাখুন।তাহলে এর জায়গায় autorun.inf ভাইরাসটি নিজস্ব ফাইল তৈরি করতে পারবে না। কারণ ফাইল কখনও ফোল্ডারকে ওভার রাইট করতে পারে না।
ফলে আপনি খুব সহজেই ভালো রাখতে পারবেন আপনার পেনড্রাইভ ।

March 30, 2017

ডুয়াল সেলফি ক্যামেরার চমক অপ্পো এফ৩ প্লাস-এ!


(Tech prokash) ক্রমেই গোটা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে অপ্পো স্মার্টফোন। চীনের এই টেক জায়ান্ট দামের তুলনায় আকর্ষণীয় ডিজাইন আর দারুণ স্পেসিফিকেশনের ফোন দিয়ে জয় করেছে প্রযুক্তিপ্রেমীদের হৃদয়। অতি সম্প্রতি তারা ভারত-ভিত্তিক বাজারে এনেছে তাদের নতুন চমক অপ্পো এফ৩ প্লাস। এপ্রিলের ১ তারিখ থেকে বিক্রি শুরু হবে। ব্ল্যাক এবং গোল্ড রংয়ে শোভা পাবে দোকানে।
অপ্পোর ফোনগুলোতে কোনো না কোনো চমক থাকে। অপ্পো এফ৩ প্লাসের দারুণ এক ফিচার ডুয়ার সেলফি ক্যামেরা সেটআপ। একটি ১৬ মেগাপিক্সেলের ১/১.৩-ইঞ্চি সেন্সরের ক্যামেরায় যোগ হয়েছে এফ/২.০ অ্যাপারচার। অন্যটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। প্রথমটিতে ৭৬.৪ ডিগ্রি কোণের লেন্স রয়েছে। আর দ্বিতীয়টিতে রয়েছে ১২০ ডিগ্রি কোণের লেন্স। আরো আছে অটোমেটিক ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি। অপ্পো জানিয়েছে, দুটো ক্যামেরার কোন লেন্সটি অলস পড়ে রয়েছে তা স্বয়ংক্রিয়ভাবে জানাবে ফোন নিজেই।
ফোনের হোম বাটনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আঙুলের ছোঁয়া পাওয়ার ০.২ সেকেন্ডের মধ্যে খুলে যাবে লক। ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্টিভেটেড অ্যাপ এবং কল শর্টকাট রয়েছে এতে।
ফোনের পেছনে থাকছে ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৯৮ সেন্সর ক্যামেরা। এতে আছে আছে ১.৪ মাইক্রোন পিক্সেল, ডুয়ার পিডিএএফ, একটি এফ/১.৭ অ্যাপারচার এবং ডুয়ার এলইডি ফ্ল্যাশ।
অভ্যন্তরে ৬৪ জিবি স্টোরেজ যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
ব্যাটারিতেও রয়েছে আধুনিক প্রযুক্তি। ৪০০০এমএএইচ শক্তির ব্যাটারি মাত্র ৫ মিনিটের চার্জেও ২ ঘণ্টার টক টাইম দেবে। ৬ ইঞ্চির আইপিএস এলসিডি পর্দা, কোয়ালকম স্ন্যাপড্রাগন অক্টা-কোর ৬৫৩ প্রসেসর, ৪ জিবি র্যাম নিয়ে ফোনটি চলবে অ্যান্ড্রয়েড মার্শমেলো অপারেটিং সিস্টেমে।

দেশের বাজারে এটির দাম পড়বে 39,990 টাকা

Emran jakir

(Post Tag)
Oppo smartphone
Oppo f3+


 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ