যেভাবে আপনার ফোনে কাস্টম রিকভারি ইন্সটল করবেন। ( Custom Recovery installations process)
(টেকপ্রকাশ) রুটেড ফোনের জন্য কাস্টম রিকভারি একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা দিয়ে আপনি আপনার স্টক রমের ব্যাকআপ, বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাপ যেগুলো জিপ ফাইল ফ্ল্যাশ ছাড়া ইন্সটল করা যায় না সেগুলো ইন্সটল, এবং কাস্টম রম ইন্সটল করতে পারবেন।
* আসলে ফোনে সাথে একটা রিকভারি থাকে, যেটাকে স্টক রিকভারি বলে তবে এটা তেমন কোনো কাজে লাগে না। এটা দিয়ে শুধু অ্যাপ ডাটা ব্যাকআপ করা যায়। এজন্য দরকার কাস্টম রিকভারি।
→ বিভিন্ন ধরনের কাস্টম রিকভারি রয়েছে,
যেমন, I) ClockWork Mod (CWM)
II) TeamWin recovary Project (TWRP) এছাড়া রয়েছে, PhilZ Touch সহ নানা ধরনের রিকভারি।
তবে এর মধ্য CWM & TWRP বহুল প্রচলিত।
→ Android jellybean ভার্সন পর্যন্ত CWM ব্যবহার করা সুবিধাজনক। কিন্তু কিটক্যাট ও তার পরবর্তী ভার্সনের স্টোরেজ জটিলতার জন্য TWRP ব্যবহার করাই শ্রেয়, CWM এ কনো সমস্যা নেই।
( CWM এ ভলিউম আর পাওয়ার বাটান ইউজ করতে হবে আর TWRP তে টাচ করা যাবে)
→ এখন ফোনে কাস্টম রিকভারি ইন্সটল করার প্রসেস স্টেপ বাই স্টেপ দেখব।
♦ যা যা লাগবেঃ
1. রুটেড ফোন,
2. ফ্লাশিফাই,
3.CWM OR TWRP.img for your phone.
→ কার্যপদ্ধতিঃ
১. প্রথমে আপনার ফোনের জন্য তৈরি রিকভারি টি
লাগবে। কোথায় পাবেন? , আপনার ফোনের মডেল এর সাথে custom or cwm or twrp recovery ( eg. Symphony H58 custom recovery) লিখে গুগলসার্চ করবেন। অথবা, সবথেকে ভালো হয় যদি আপনার ফোনের মডেলের ফেসবুক গ্রুপে চাইলে।
২। প্রথমে recovery.img ফাইল টি আপনার sdcard এ রাখবেন।
৩। Flashify app টা ইন্সটল করবেন। [Download Tap ]
৪। এবার অ্যাপ টা ওপেন করে প্রথম পপ আপ উইন্ডো তে এক্সেপ্ট বাটান ট্যাপ করুন।
তার পর রুট এক্সেস চাইলে গ্রান্ট করুন,
৫। এরপর প্রথম কাজ হলো কারেন্ট রিকভারি ব্যাকআপ করা , কারন পরে লাগতে পারে ।
৬। কাস্টম রিকভারি ফ্লাসের জন্য এবার নিচের ছবি গুলো ফলো করুন,
1.Recovery image অপশন ট্যাপ করুন ।
2. তারপর, Choose a file অপশন এ ট্যাপ করুন।
3.
4.
5. Then, Yap! এবং রিবুট,
এবার এরকম আসবে,
ধন্যবাদ।
নিয়মিত সাইট ভিজিট করবেন, নতুন নতুন আপডেট এর জন্য।
Another Way
কোনো সমস্যা থাকলে কমেন্ট করুন।
#Sabbir_Hasan_Munna
#Category: [Root] [ Custom Recovery ]